• বড়দিনের ‘‌উপহার’‌ নিতে গিয়ে প্রৌঢ়ের হাতে ধর্ষিতা নাবালিকা
    আজকাল | ২৫ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বড়দিনের আগে খেলনা ও কেক দেওয়ার নাম করে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এক সাড়ে ছয় বছরের নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক প্রৌঢ়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায়। এদিন সন্ধে নাগাদ নির্যাতিতা ওই নাবালিকার পরিবারের তরফ থেকে রঘুনাথগঞ্জ থানায় ধর্ষণের একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এর পরই রঘুনাথগঞ্জ থানার পুলিশ বছর ষাটেকের অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। 

    ইতিমধ্যে নির্যাতিতা ওই নাবালিকাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে বুধবার জঙ্গিপুর আদালতে পেশ করা হবে বলে জানা গেছে। 

    নির্যাতিতা ওই নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর একটা নাগাদ সে আরও কয়েকজনের সঙ্গে বাড়ির কাছে খেলা করছিল। সেই সময় তাদের এক প্রৌঢ় প্রতিবেশী তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। 

    ওই নাবালিকার পরিবারের এক সদস্য জানান, ওই প্রৌঢ় একটি জিনিস দেওয়ার নাম করে ওই নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল। এর পাশাপাশি সে বলেছিল বাড়িতে গেলে খেলনা ও কেক পাওয়া যাবে। বড়দিনের আগে উপহার পাওয়ার আশায় পাড়ার ‘‌দাদু’‌কে বিশ্বাস করে ওই নাবালিকা তার হাত ধরে তার বাড়িতে চলে যায়। কিন্তু বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে প্রৌঢ় ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। 

     

    রঘুনাথগঞ্জ থানার এক আধিকারিক জানান, মঙ্গলবার সন্ধে নাগাদ ওই নাবালিকার পরিবারের তরফ থেকে এক প্রৌঢ়ের বিরুদ্ধে  ধর্ষণের একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। স্থানীয় লোকেরা বলেন, এর আগেও ওই প্রৌঢ়ের বিরুদ্ধে একাধিক মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগ রয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

     

     

     
  • Link to this news (আজকাল)