আজকাল ওয়েবডেস্ক: বড়দিনের আগেই বেসামাল কলকাতা। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, র্যাশ ড্রাইভিং, ওভার স্পিডিং নো এন্ট্রি সিগন্যাল ভায়োলেশন ও বিনা হেলমেটে প্রায় ৯ হাজার যাত্রীকে কেস দিয়েছে কলকাতা পুলিশ।
রাত পোহালেই বড়দিন। তার আগেই এই ঘটনা কলকাতা পুলিশকে আরও চিন্তায় ফেলে দিয়েছে। গত ২০ থেকে ২৪ ডিসেম্বরের খতিয়ান পুলিশের মাথায় হাত ফেলেছে। ইতিমধ্যেই বড়দিন উপলক্ষ্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পার্ক স্ট্রিটকে। মঙ্গলবার থেকে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে একাধিক রাস্তায়। বুধবার চৌরঙ্গী রোড থেকে উডস্ট্রিট হয়ে পার্ক স্ট্রিট–সহ মিডলটন স্ট্রিট সম্পূর্ণ বন্ধ থাকবে। পার্ক স্ট্রিট–সহ অন্যান্য স্থানগুলিতে থাকবে পুলিশের কড়া নজরদারি।
লালবাজার সূত্রে জানা গেছে, মঙ্গলবার ডিসি পদমর্যাদার দু’জন আধিকারিক থাকছেন পার্ক স্ট্রিটে। বিকেল থেকে যান নিয়ন্ত্রণ করা হবে একাধিক রাস্তায়। বুধবার বড়দিনে জওহরলাল নেহরু রোড থেকে উডস্ট্রিট হয়ে পার্ক স্ট্রিট সহ মিডলটন স্ট্রিট সম্পূর্ণ বন্ধ থাকবে। হো চিন মিন সরণি থেকে শুধু মাত্র পূর্ব দিকে যাওয়ার গাড়ি চলার অনুমতি থাকবে। নো এন্ট্রি থাকবে রাসেল স্ট্রিটে। লিটল রাসেল স্ট্রিট থেকে শেক্সপিয়র সরণি ক্রসিং বন্ধ থাকবে। তারপরেও বেসামালদের দমানো যাবে কিনা তা নিয়ে চিন্তায় কলকাতা পুলিশ।