এই সময়: বিধাননগরের সমস্ত বেআইনি হোর্ডিং ৪৮ ঘণ্টার মধ্যে ভাঙতে বলেছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ২১ নভেম্বরের সেই নির্দেশ চ্যালেঞ্জ করে কিছু বিজ্ঞাপন সংস্থা সুপ্রিম কোর্টে আবেদন করলে, গত শুক্রবার শীর্ষ আদালত সেই আবেদন গ্রহণ করতে অস্বীকার করে।
আবেদনকারীদের কলকাতা হাইকোর্টে আবেদন করার পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট। মঙ্গলবার হাইকোর্টে ওই সংস্থাগুলি হোর্ডিং ভাঙার সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করলে, তা খারিজ করে দিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। এর ফলে যত দ্রুত সম্ভব হোর্ডিং ভাঙার কাজ শেষ করে ৯ জানুয়ারি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই রিপোর্ট জমা দিতে হবে পুরসভাকে।
হাইকোর্টে প্রথম জনস্বার্থ মামলার আবেদনকারীর আইনজীবী দিব্যায়ন বন্দ্যোপাধ্যায় এ দিন অভিযোগ করেন, বিধাননগর পুরসভার দাবি, প্রায় ১০০টি বেআইনি হোর্ডিং ছিল এবং সেগুলি ভাঙা হয়েছে। অথচ সার্ভে করে অন্তত আড়াই হাজার বেআইনি হোর্ডিং রয়েছে বলে তাঁরা অভিযোগ করেছেন। পুরসভার আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যত দ্রুত সম্ভব সব বেআইনি হোর্ডিং সরিয়ে হাইকোর্টকে রিপোর্ট দেওয়া হবে।