বড়দিন উপলক্ষ্যে গোটা কলকাতায় সাজো সাজো রব। পার্কস্ট্রিট থেকে শুরু করে শহরের নানা রাজপথ থেকে গলিতে উৎসবের রোশনাই পৌঁছে গিয়েছে। মধ্যরাতের শহর ক্রিসমাস উদযাপনের অপেক্ষায় রয়েছে। এরই মাঝে বড়বাজারের এক পর্তুগিজ চার্চে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে গিয়ে গানের সুরে সুরও মেলান। এদিকে, সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বড়দিন উপলক্ষ্যে শুভেচ্ছার বার্তাও দেন।
বিখ্যাত এক গানের লাইনের অংশ নিয়ে মমতা তাঁর পোস্টে লেখেন, ‘ বিশ্বপিতা তুমি হে প্রভু /আমাদের প্রার্থনা এই শুধু/তোমারি করুণা, হতে বঞ্চিত না হই কভু।’ এরপরই মমতা লেখেন,'ক্রিসমাস হল আশা, ভালবাসা এবং ঐক্যের উদযাপন। এই ম্যাজিক্যাল মরশুমে, আমরা ঐক্য এবং ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত পার্থক্য দূর হয়ে যায়।' তিনি তাঁর শুভেচ্ছার পোস্টে আরও লেখেন। রাজ্যের মুখ্যমন্ত্রী লেখেন,' এটি ক্ষমা করার, অবাধে দান করার এবং নিজেদেরকে মনে করিয়ে দেওয়ার সময়, যে দয়ার ক্ষুদ্রতম কাজগুলিও অন্য কারও দুনিয়াকে আলোকিত করতে পারে। আমরা যেমন আমাদের প্রিয়জনদের সাথে একত্রিত হই, আসুন আমরা তেমনই তাঁদের কাছেও পৌঁছাই যাঁরা একা অনুভব করতে পারেন বা যাঁদের অনেকে ভুলে গিয়েছেন। ক্রিসমাসের আনন্দ প্রতিটি কোণে স্পর্শ করুক।' এর সঙ্গেই তিনি বড় দিনের শুভেচ্ছা জানান।
মমতা যে পোস্ট এদিন সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন, সেখানে ব্যান্ডেল চার্চের ছবি দেখা যায়। এছাড়াও ছিল ফ্লুরিজের কেক, পার্কস্ট্রিটে উৎসবের ছবি সেখানে ছিল। উৎসবমুখর কলকাতার নানান ছবি সেখানে দেখা যায়। আর সেই সমস্ত ছবির কোলাজ দিয়েই এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে আসে ক্রিসমাসের শুভেচ্ছা বার্তা।
এদিকে, বড়দিনের দু'দিন আগে, ২০২৪ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গান। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। এরপর আজ এল রাজ্যের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা।