এই সময়, মালদা: সন্ধ্যা হলেই বদলে যাচ্ছে শহরের রাস্তার রং। কখনও লাল। কখনও বা সবুজ, বেগুনি। রাস্তার দু’ধারে থাকা দোকান, বড় বড় বাড়িতেও রকমারি আলোকসজ্জা। আর রাতের আকাশ একবারে আলোর রোশনায় ঝলমল করছে। ডিজিটাল আলো গায়ে মেখে হাঁটছেন পথচারীরা।
বড়দিনের কার্নিভালে ইংরেজবাজার শহর যেন সাত দিনের জন্য বনে গিয়েছে পার্কস্ট্রিট। কেউ আবার বলছেন, ‘পার্কস্ট্রিট নয়, রাতের ব্যাঙ্কক। এ বছর ইংরেজবাজার পুরসভার উদ্যোগে শহরের বিবেকানন্দ যুব আবাস সংলগ্ন মাঠে হতে চলেছে কার্নিভাল উৎসব। যেখানে বলিউড থেকে টলিউডের খ্যাতনামা গায়ক, গায়িকারা উপস্থিত থাকবেন। আজ ২৫ ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি টানা আট দিন চলবে উৎসব।’
ইংরেজবাজার শহরে আলোকসজ্জা, উন্নত সাউন্ড সিস্টেম, রাস্তার ধারে অস্থায়ী ফুলবাগান, গোটা শহরের ভোল বদলে দিয়েছে। সন্ধ্যা নামতেই ঝাঁ চকচকে আধুনিক আলোকসজ্জা দেখতে মঙ্গলবার রাত থেকেই ভিড় করছেন অনেকেই।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমেস্টারের ছাত্রী স্নেহা চৌধুরী বলেন, ‘আমি এক্সাইটেড। ইংরেজবাজার শহরের আলোকসজ্জা মন ভরিয়ে দিয়েছে। কালো পিচের রাস্তা সন্ধ্যা নামতেই রঙিন আলোতে চকচক করছে। যেন মনে হচ্ছে ইংরেজবাজার হয়ে গিয়েছে কলকাতার পার্কস্ট্রিট।’ ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, ‘প্রতি বছরই কার্নিভাল উৎসবের আয়োজন করা হয়। এ বারও বলিউড ও টলিউড থেকে খ্যাতনামা শিল্পী, রক ব্যান্ডের গায়ক এবং গায়িকাদের আনার ব্যবস্থা করা হয়েছে।’