এই সময়: বছরখানেক আগেই কলকাতা পুরসভার তরফে জায়গা চিহ্নিত করা হয়েছিল। তবুও কালীঘাটের চারুর মাঠে আজও বাংলার বাড়ি প্রকল্প বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ জানালেন ৮৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার, তৃণমূলেরই প্রবীরকুমার মুখোপাধ্যায়। বাংলার বাড়ির প্রকল্পে বাড়ি নির্মাণের জন্যে বছরখানেক আগে চারুর মাঠে সয়েল টেস্টিং হয়েছিল। তার পরে আর কাজ এগোয়নি।
প্রবীরের বক্তব্য, ৮৩ নম্বর ওয়ার্ডে আদিগঙ্গায় ড্রেজিং এবং পাড় বরাবর ফেন্সিংয়ের জন্য ওই এলাকার বহু মানুষকে সরতে হয়েছিল। তাঁদের বেশিরভাগই নিম্নবিত্ত। সেই সময়ে সরে যাওয়া অনেকেরই আজ থাকার জায়গাটুকু নেই। এ নিয়ে গৃহহীন মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। থাকার পাকাপাকি বন্দোবস্ত কবে হবে, মানুষ কাউন্সিলারকেই সে প্রশ্ন করছেন।
প্রবীরের কথায়, ‘উন্নয়নের কাজের জন্য কাউন্সিলার হিসেবে পুর–আধিকারিকদের পাশে নিয়ে আমিই বাসস্থান নিয়ে মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিলাম ওঁদের। সে কথায় আস্থা রেখে স্বেচ্ছায় ঘর ছেড়েছিলেন তাঁরা। কিন্তু এখনও বাড়ি না–পাওয়ায় ওঁরা আমাকে ভুল বুঝছেন।’ তিনি জানান, ২০২৪–’২৫ সালের পুর–বাজেটেও ৮৩ নম্বর ওয়ার্ডের চারুর মাঠ জায়গাটিকে বাংলার বাড়ি প্রকল্পের জন্য চিহ্নিত করা হয়েছিল।
উল্লেখ করা হয়েছিল যে, প্রকল্পের বিশদ খসড়া তৈরির কাজ চলছে। সেই খসড়া তৈরি এবং সংশ্লিষ্ট জায়গায় প্রকল্পের কাজ কত দিনে শেষ হবে, তা জানতে চাইলে কলকাতা পুরসভার উত্তরণ (বস্তি) বিভাগের মেয়র পারিষদ স্বপন সমদ্দার বলেন, ‘কাজ শুরু হবে শীঘ্রই।’