জঙ্গিপুরে ফের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। এ বার ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার এক প্রৌঢ়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ন'বছরের এক শিশুকন্যাকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৫৬ বছরের এক প্রৌঢ়ের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। ঘটনার পর অভিযুক্ত সোমনাথ মাল নাম ওই প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
নির্যাতিতা শিশু কন্যাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযূক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে আরও তদন্ত হবে।
মাত্র কয়েকদিন আগে ফরাক্কার এক নাবালিকাকে ধর্ষণের অপরাধে দোষীকেকে ফাঁসির সাজা দিয়েছেন বিচারক। ধর্ষণে সাহায্য করার জন্য একজনকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। দোষীদের কঠোর শাস্তির দাবিতে পথে নামেন স্থানীয় মহিলারা। থানা ঘেরাও করে বিক্ষোভও দেখানো হয়। প্রতিবাদ আন্দোলনে বিচারও মেলে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের একই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় ওই নাবালিকার একটি হাত ভেঙে গিয়েছিল। একদিন আগে তার হাতের প্লাস্টার খোলা হয়। মঙ্গলবার বাড়ির পাশে মেয়েটিল। প্রতিবেশী অভিযুক্ত ওই নাবালিকা গাছ থেকে ফল পেড়ে দেওয়ার অছিলায় তার বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানেই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে নাবালিকা ভয়ে প্রথমে কাউকে কিছু জানাতে চায়নি। পরে মায়ের কাছে সে সব খুলে বলে। রঘুনাথগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। এবারও ঘটনায় কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার মানুষ।