• অর্থের আশায় গাঁ জুড়ে অনর্থ
    এই সময় | ২৫ ডিসেম্বর ২০২৪
  • কৌশিক দে ■ মালদা

    লোকজন এতদিন বলতেন, ‘হয় দেখা দাও, নইলে টাকা দাও।’ গত দু’দিন ধরে হাওয়ায় টাকা উড়ছে, উপর থেকে কয়েনও পড়ছে। কিন্তু দেখা দিচ্ছে না কেউ! মালদার হবিবপুর থানার কাঠব্রিজ এলাকায় এখন সেই উড়ে বেড়ানো অর্থ নিয়ে রীতিমতো অনর্থ শুরু হয়েছে। কী রকম?

    গ্রামবাসীদের একাংশ জানাচ্ছেন, হেঁশেলে ঢুকছেন না মহিলারা। কাজে যাচ্ছেন না গ্রামের লোকজন। দোকানও খুলছেন না অনেকে। আট থেকে আশি, দিনভর সকলেই তাকিয়ে থাকছেন আকাশের দিকে। প্রথমে শোনা গিয়েছিল, আকাশ থেকে পড়ছে ১০ ও ৫০ টাকার নোট। সঙ্গে এক টাকা, দু’টাকা, পাঁচ টাকার কয়েন। মঙ্গলবার দুপুরে বেড়ে গেল টাকার অঙ্ক। এ বার না কি ২০০ টাকার নোট মিলছে!

    সে কথা গ্রামে রটে যেতেই শুরু হয় হইচই। এ দিন ২০০ টাকার নোট পেয়েছেন তুষার হালদার। তুষার বলছে, ‘কাঠব্রিজ এলাকার রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আচমকা আমার সামনে ২০০ টাকার একটা নোট উড়ে এসে পড়ল।’ গ্রামের শ্রীমতি হালদার, ববিতা হালদাররা বলছেন, ‘সোমবার রাত থেকে শুরু হয়েছে এমন ঘটনা। মঙ্গলবারেও টাকা পড়েছে। রান্নাবান্না করব কী, সারাদিন এ সব দেখতে দেখতেই তো কেটে গেল!’

    মিঠুন সরকার, সিদ্ধার্থ বর্মন বলেন, ‘এমন কাণ্ড ছেড়ে কি কাজে যাওয়া যায়? খবর পেয়ে গ্রামে পুলিশ এসেছিল। ওরাও টাকার উৎস খুঁজে বের করতে পারেনি।’ বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য লতিকা সিংহ বলেন, ‘পুলিশ তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’

    হবিবপুর থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি জানার পরে তারাও ওই গ্রামে গিয়ে তদন্ত করেছে। কিন্তু তেমন কোনও সূত্র মেলেনি। তবে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, নেশার ঘোরে রাতের অন্ধকারে কেউ টাকা-পয়সা উড়িয়ে থাকতে পারে। সেটাই আশপাশের গাছগাছালিতে আটকে গিয়েছিল। সেখান থেকেই হয়তো টাকাপয়সা পড়ছে। 

  • Link to this news (এই সময়)