এই সময়: আজ, বুধবার ক্রিসমাস। যদিও বেশ ক’দিন আগে থেকেই মেতে উঠেছে মহানগর। শহরজুড়ে নিরাপত্তার মোড়ক। কিন্তু মদ্যপ চালকদের দৌরাত্ম্য বা বেপরোয়া গতি — লাগাম টানা যাবে কি? উদ্বিগ্ন কলকাতা পুলিশ। তাদের নিজেদের তথ্যই তো শান্তিতে থাকতে দিচ্ছে না! ক্রিসমাস–ইভ হোক বা বর্ষবরণের পার্টি, অতীত অভিজ্ঞতা তেমন ভালো নয় যে।
বেশ কিছুদিন হলো সান্তা, ক্রিসমাস ট্রি আর আলোর রোশনাইয়ে সেজে উঠেছে পার্ক স্ট্রিট। ভিড়ও হচ্ছে ভালোই। সেই আনন্দের সমাগমে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। এই উৎসবের মরশুমে তিন হাজারের বেশি পুলিশকর্মী ও আধিকারিক থাকছেন দায়িত্বে। গোটা এলাকাকে বিভিন্ন জ়োনে ভাগ করে থাকছে বিশেষ নিরাপত্তা। তবে পার্টি সেরে ফেরার সময়ে দুর্ঘটনা বা অপ্রীতিকর কিছু এড়ানোি সবচেয়ে বড় চিন্তা।
কলকাতা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, গত ২০ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে হেলমেটহীন অবস্থায় মোটরবাইক চালানোয় মামলা দায়ের হয়েছে ৫ হাজার ২৩টি, বেলাগাম গতির জন্য ২ হাজার ২৯৭, মত্ত অবস্থায় গাড়ি চালানোয় ২৫৭, নিয়ম ভেঙে ড্রাইভিংয়ে ৬১২টি কেস দায়ের করা হয়েছে। সব মিলিয়ে মামলার সংখ্যা ৫৪ হাজার ছাড়িয়েছে মঙ্গলবারই। তার মধ্যে সম্প্রতি মা উড়ালপুলের উপর থেকে নীচে পড়ে গিয়ে মারা গিয়েছেন দুই মোটরবাইক আরোহী তরুণ। এ বাদেও একাধিক দুর্ঘটনার জেরে কলকাতা পুলিশের কপালে চিন্তার ভাঁজ।
এই পরিস্থিতিতে বড়দিন ও নিউ ইয়ারের উৎসবের মরশুমে পুলিশের তরফে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ক্রিসমাস ও ৩১ ডিসেম্বরের জন্য পার্ক স্ট্রিটে থাকবেন ডিসি এবং এসি পদমর্যাদার অফিসাররা। ২৫০ জন মহিলা পুলিশকর্মীকেও মোতায়েন করা হচ্ছে। এ ছাড়া থাকছে হাই রেডিয়ো ফ্ল্যাইং স্কোয়াড, মোটরবাইক প্যাট্রলিং–সহ কলকাতা পুলিশের একাধিক বিশেষ টিম। থাকছে ওয়াচ টাওয়ারও। এ ছাড়া শপিং মল, সিনেমা হল, চার্চ থেকে শুরু করে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ময়দান, চিড়িয়াখানা, নিউ মার্কেটে মোতায়েন করা হবে সাদা পোশাকের পুলিশ।
কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা মঙ্গলবার পার্ক স্ট্রিট পরিদর্শন করে জানান, বড়দিন উপলক্ষ্যে বিকেল পাঁচটা থেকে রাত ন’টা পর্যন্ত ‘ওয়াকিং স্ট্রিট’ হিসেবে থাকবে পার্ক স্ট্রিট। তারপর গাড়ি চলাচল শুরু হবে। নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ নজর থাকবে পুলিশ প্রশাসনের। ২৫ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বরে যেহেতু ভিড় বেশি হয়, তাই ওই দু’দিন নিরাপত্তা বেশি থাকবে। এ ছাড়া বাংলাদেশের জন্যও নিরাপত্তার কড়াকড়ি রাখা হচ্ছে।