• বড়দিনে নতুন অতিথি দার্জিলিং চিড়িয়াখানায়! নেদারল্যান্ডস থেকে এল এক জোড়া রেড পান্ডা
    আনন্দবাজার | ২৫ ডিসেম্বর ২০২৪
  • বড়দিনে নতুন অতিথি দার্জিলিং চিড়িয়াখানায়। সুদূর নেদারল্যান্ডস থেকে এক জোড়া রেড পান্ডা নিয়ে আসা হল পদ্মজা নায়ডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে।

    চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে খবর, বুধবার সকালেই ওই দুই রেড পান্ডাকে চিড়িয়াখানা নিয়ে আসা হয়েছে। নেদারল্যান্ডসের রটারড্যাম থেকে আনা হয়েছে তাদের। একটির নাম বিশাল, অন্যটির কোশি। দুটোরই বয়স আড়াই বছর। তারা দু’জনেই সুস্থ রয়েছে।

    চিড়িখানা কর্তৃপক্ষই জানিয়েছেন, আগামী এক মাস ওই দুই রেড পান্ডা নিভৃতবাসে রাখা হবে। তার পর ছাড়া হবে চিড়িয়াখানায়। বর্তমানে দার্জিলিং চিড়িয়াখানায় রেড পান্ডার সংখ্যা বেড়ে হল ২১।

    রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, ‘‘এটা আমাদের একটা বড় পাওনা। দার্জিলিং চিড়িয়াখানায় রেড পান্ডা সংরক্ষণ ও প্রজনন কর্মসূচি গোটা বিশ্বে নজির স্থাপন করেছে। যে কারণে আজ বিদেশ থেকে এই এক জোড়া রেড পান্ডাকে আনা সম্ভব হয়েছে। এক যুগেরও বেশি সময় পর বিদেশ থেকে রেড পান্ডা আনা হল।’’

    দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন, ‘‘অনেকটা যাত্রা করে জোড়া রেড পান্ডা এসে পৌঁছল। দু’জনেই খুব ভাল রয়েছে। কোয়ারেন্টানে এক মাসের মতো রাখা হবে। আমাদের চিকিৎসক ও বিশেষজ্ঞেরা নজরে রাখবেন।’’

  • Link to this news (আনন্দবাজার)