এই সময়, আরামবাগ: চাষিদের অভিযোগ ছিল, সরকারি ধান ক্রয় কেন্দ্র বাটা কাটছে। অর্থাৎ নির্দিষ্ট পরিমাপ থেকে বেশি ধান বাদ দেওয়া হচ্ছে। আরামবাগের সাংসদকে চাষিরা অভিযোগও করেছিলেন। মঙ্গলবার গোঘাটের ভিকদাসে কর্মতীর্থের সামনে সরকারি ধান ক্রয় কেন্দ্রে এসে গাড়ি থেকে নেমে পড়েন আরামবাগের সাংসদ মিতালি বাগ।
নিজেই কুলোতে ধান নিয়ে দেখেন কোনও ঘাটতি আছে কিনা। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সরকারি আধিকারিক থেকে চাষিরা সবাই অবাক। চাষিরা জানান, সাংসদ এ ভাবে সরকারি ধান ক্রয় কেন্দ্রে এসে পরীক্ষা করবেন, তা আমরা ভাবতেই পারি না।
মিতালির কাছে চাষিদের অভিযোগ, কুইন্টাল প্রতি তিন থেকে চার কেজি কেটে নেওয়া হচ্ছে। মিতালি সরকারি আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। কুলোতে ধান নিয়ে নিজে পরীক্ষা করেন। তবে সবাইকে মানিয়ে নিতে তিনি অনুরোধ করেন।
কারণ, এ বার ধান চাষ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে চাষিদেরও ক্ষতি হয়েছে। ধান বিক্রি করতে আসা চাষি বাসুদেব বৈরাগি, দীলিপ কুণ্ডু–সহ একাধিকজনের বক্তব্য, কুইন্ট্যাল প্রতি চার–পাঁচ কেজি ওঁনারা বাদ দিয়ে দিচ্ছেন। কিছু কম নিক। তাই এমপি ম্যাডামকে জানানো হয়েছিল। তিনি এখানে এসেছিলেন।