• এক দশক পর দার্জিলিং চিড়িয়াখানায় এল বিদেশি রেড পান্ডা, কারণ জানেন? ...
    আজকাল | ২৫ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এক দশক পর বিদেশ থেকে ভারতের চিড়িয়াখানায় এল একজোড়া রেড পান্ডা। রাখা হবে দার্জিলিং চিড়িয়াখানায়। নেদারল্যান্ডস-এর একটি চিড়িয়াখানা থেকে আড়াই বছরের দুটি পুরুষ রেড পান্ডা আনা হয়েছে বলে জানান রাজ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের সদস্য সচিব সৌরভ চৌধুরী। দার্জিলিং চিড়িয়াখানায় একমাস তাদেরকে আলাদা বা 'কোয়ারেন্টাইন' করে রাখা হবে। এর পর তাদের ব্যবহার করা হবে প্রজননের জন্য। 

    সদস্য সচিব জানান, 'গোটা বিশ্বে একমাত্র দার্জিলিং চিড়িয়াখানা হল রেড পান্ডার জন্য সংরক্ষিত প্রজনন কেন্দ্র বা 'কনজার্ভেশন ব্রিডিং সেন্টার'। সারা পৃথিবীতে এই সেন্টারের সুনাম রয়েছে। চিড়িয়াখানায় যখন পান্ডার জন্ম হয় তখন তাদের একটা সময় পর নেওড়াভ্যালি বা সিঙ্গালিলা ন্যাশানাল পার্কে ছেড়ে দেওয়া হয়।' 

    বিদেশ থেকে এই রেড পান্ডা আনার সিদ্ধান্ত প্রসঙ্গে সৌরভ জানিয়েছেন, পান্ডাদের জিনগত বৈচিত্র্য বাড়ানোর জন্য এদের আনা হয়েছে। জিনগত বৈচিত্র্য যত বাড়বে ততই সুস্থ, সবল বাচ্চার জন্ম হবে। বাচ্চা বড় হওয়ার পর যখন তাদের ন্যাশানাল পার্কে ছাড়া হবে তখন তাদের প্রজননের মাধ্যমে আরও পান্ডা জিনগত বৈচিত্র্য নিয়ে জন্মাবে।' সাধারণত বিদেশ থেকে কোনও বন্যপ্রান আনা হলে দেশের কোনও বন্যপ্রান বিনিময়ে সেই চিড়িয়াখানায় পাঠাতে হয়। কিন্তু এক্ষেত্রে কোনও বন্যপ্রান দিতে হয়নি বলে জানিয়েছেন সদস্য সচিব। 

    নেদারল্যান্ডস থেকে আকাশপথে নিয়ে আসা হয়েছে এই পান্ডাদের। মোট ২৭ ঘন্টার এই বিমান যাত্রায় পথে একবার দোহায় বিমান পরিবর্তন করা হয়েছে।
  • Link to this news (আজকাল)