সমুদ্র সৈকত জুড়ে শুধুই কালো মাথা, বড়দিনে দিঘায় পিকনিক মুড
আজকাল | ২৫ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: কোনও হোটেলে জায়গা নেই। থিক থিক করছে ভিড়। বড়দিনে প্রায় এক লক্ষের কাছাকাছি পর্যটক দিঘায় আছেন বলে জানা গিয়েছে। এই পর্যটকদের একটি বড় অংশ সমুদ্র স্নানে নেমে পড়েছেন। কিন্তু মেঘলা আকাশ এবং মাঝে মাঝে টুপটাপ বৃষ্টি হচ্ছে বলে কোমড়ের নিচে জলে তাঁদের নামতে দেওয়া হচ্ছে না। যারা আগে থেকেই হোটেল বুকিং করেছিলেন তাঁরা কেউ মঙ্গলবার বিকেলে বা বুধবার ভোরে দিঘা পৌঁছে গিয়েছেন।
বড়দিন উপলক্ষে দিঘায় কার্যত পিকনিক মুড। অনেক পর্যটক দিঘায় এসেছেন শুধু ঝাউবনে পিকনিক করতে। পিকনিক সেরে ফিরে যাবেন তাঁরা। ভিড় এতটাই যে এদিন বিচে ঘোড়া নিয়ে ঘোরাঘুরি করতে নিষেধ করা হয়েছে। বিচে নামতে দেওয়া হচ্ছে না বাইক বা অন্য যানবাহন। দিঘার পাশাপাশি ভিড় হয়েছে মন্দারমনি ও তাজপুরেও। সতর্কতার জন্য একদিকে যেমন মাইকিং করে সতর্ক করা হচ্ছে তেমনি সমুদ্রে স্পিডবোট নামানো হয়েছে নজরদারির জন্য। স্থানীয় থানার পুলিশ ছাড়াও মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।
যারা খেয়াল রাখছেন যাতে নেশাগ্রস্ত হয়ে কেউ কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটিয়ে ফেলে। ওয়াচ টাওয়ার থেকেও রাখা হচ্ছে নজর। তবে ভিড় বেশি হওয়ার জন্য হোটেল কর্তৃপক্ষ যাতে বেশি ভাড়া না নেয় সেজন্য নজর রেখেছে প্রশাসন।