• বড় দিনেও চুপচাপ বাঘিনী রিকা, শাবক হারিয়ে কিছুটা যেন আনমনা
    আজকাল | ২৫ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: একা বসে রিকা, চুপচাপ। বড়দিনে শিলিগুড়ি সাফারি পার্কে অন্য দিনের তুলনায় ভিড় বেশি হলেও নিজেকে ভিড় থেকে কিছুটা দূরেই সরিয়ে রেখেছে বাঘিনী রিকা। 

    গত ৭ ডিসেম্বর নিজের তিন শাবককে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় শাবকদের শ্বাসনালীতে রিকার দাঁত বসে তারা মারা যায়।  ঘটনায় সাফারি পার্কের নজরদারি নিয়েও প্রশ্ন ওঠে। ঘটনার পরেই চুপচাপ হয়ে যায় রিকা। কিছুটা ছন্দপতন হয় তার স্বাভাবিক জীবনে। 

    এদিন সাফারি পার্কে যে পর্যটকরা এসেছেন তাঁরাও আলাদা করে খোঁজ নিয়েছেন রিকার। কিন্তু কিছুটা এক কোণেই বসে ছিল সে। যদিও চিড়িয়াখানা কর্তৃপক্ষ তার উপর বিশেষ নজর রাখছেন। খেয়াল রাখছেন তার আচার আচরণের উপর। সাফারি পার্কের এক আধিকারিক বলেন, একদিকে যেমন পশু চিকিৎসক রিকার স্বাস্থ্যের উপর নজর রাখছেন তেমনি উন্মুক্ত পরিবেশেও তাকে রাখা হয়েছে।
  • Link to this news (আজকাল)