আমের মাটিতে ফলানো যায় কমলা, বাড়ির ছাদে করে দেখাচ্ছেন এই শিক্ষক ...
আজকাল | ২৫ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: চওড়া ছাদে এদিক ওদিক রয়েছে প্রচুর গাছ। দেখতে দেখতে এক জায়গায় এসে আটকে যাবে চোখ। কমলালেবুর গাছে। বেশ বড় আকারের এই কমলা। খেতেও যথেষ্ট মিষ্টি স্বাদের। না, দার্জিলিংয়ের সিটং নয়। এটা মালদার সিঙ্গাতলা। যেখানে বাড়ির তিনতলা ছাদে তৈরি করা ছাদ বাগানে কমলালেবু ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন প্রাক্তন স্কুল শিক্ষক অতনুকুমার ঝাঁ।
শখ করে বছর তিনেক আগে কমলার গাছ দুটি ছাদের বাগানে লাগিয়েছিলেন প্রাক্তন এই শিক্ষক। উদ্দেশ্য, আমের জন্য বিখ্যাত মালদার মাটিতে সেভাবে কমলালেবু ফলানো যায় কিনা তা স্বচক্ষে দেখা। জেদ ধরে দিনরাত গাছের পরিচর্যা করে যান তিনি। পরিশ্রম ব্যর্থ হয়নি। প্রথম বছর থেকেই গাছে ফল ফলতে শুরু করে। নিজে খাওয়ার পর পরিচিতদের দিয়েও স্বাদ পরীক্ষা করিয়েছেন। পাস করেছে কমলা। সকলেই জানিয়েছেন, মিষ্টি।
কেন এই উদ্যোগ? তাঁর কথায়, বহু যুবকই এই মুহূর্তে চাকরি না পেয়ে বেকারত্বের জ্বালা ভোগ করছেন। কেউ কেউ চাকরি পেলেও সেখানেও কাজ নিয়ে সন্তুষ্ট হতে পারছেন না। কিন্তু অবস্থার চাপে মেনে নেওয়া ছাড়া কিছুই করার নেই। কমলালেবুর চাহিদা যথেষ্টই আছে এবং তার দেখানো পথে যদি কেউ কমলার চাষ করে তবে অবশ্যই সফলতা আসবে। যা হয়ে উঠবে রোজগারের মাধ্যম। অবশ্যই এটাও দেখা আমের মাটিতে কমলা ফলে কিনা।