• সোয়েটার, জ্যাকেট গায়ে রাখাই দায়, এ কেমন বড়দিন দেখল কলকাতা!‌
    আজকাল | ২৫ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বড়দিনে শীত উধাও!‌ হাওয়া অফিস সূত্রে খবর, গত ১০ বছরের উষ্ণতম বড়দিন এবারই। আর এর পিছনে রয়েছে নিম্নচাপ আর পশ্চিমী ঝঞ্ঝার দাপট। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর–পশ্চিম ভারতে। সোমবার তা বাংলায় প্রবেশ করেছে। শুক্রবার উত্তর–পশ্চিম ভারতে ঢুকতে পারে আরও একটি ঝঞ্ঝা। এর ফলে আগামী অন্তত তিন দিন এরকমই থাকবে তাপমাত্রা। ভোরের দিকে থাকবে হালকা কুয়াশা। কোথাও কোথাও মেঘলা আকাশের দেখা মিলবে। কোথাও কোথাও আবার পরিষ্কার আকাশ দেখা যাবে। পশ্চিমের কয়েকটি জেলায় মাঝারি কুয়াশা থাকবে। ঘন কুয়াশা থাকবে দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। বড়দিনে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যেই একাধিক জেলা থেকে এসেছে বৃষ্টির খবর। বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়েও। 

    বড়দিনে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির আশপাশে রয়েছে। তবে বছর শেষে নিম্নমুখী হবে পারদ। এমনই সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। 

    প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালের ২৫ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। সেই বছরের রেকর্ড ভাঙল ২০২৪ সালে। এবার ২৫ ডিসেম্বর তাপমাত্রা পৌঁছল ১৮.২ ডিগ্রি সেলসিয়াসে। হাওয়া অফিসের রেকর্ড বলছে, সব থেকে ঠান্ডা বড়দিন ছিল ২০১৮ সালে। সেদিন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস।
  • Link to this news (আজকাল)