• রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয়র CA সহ ৩ ধৃত, কোর্টের কোন প্রশ্নের মুখে ইডি?
    হিন্দুস্তান টাইমস | ২৫ ডিসেম্বর ২০২৪
  • রেশন দুর্নীতি মামলায় সদ্য ৩ জনকে গ্রেফতার করেছে ইডি। তাঁদের মধ্যে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও বাকি ২ জন ব্যবসায়ী। ধৃতদের মধ্যে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রেশ দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের সিএ শান্তনু ভট্টাচার্য। রিপোর্ট বলছে, তাঁকে এর আগে ৩০ বার তলব করে জেরা করেছে ইডি। এছাড়াও ধৃত ৩ জনের বাড়ি ও অফিস তল্লাশি করে জেরা করে ইডি। সেই ঘটনার ১ বছর পর এই ৩ জনের গ্রেফতারি হল। এই বিষয়ে কোর্ট তুলেছে একটি প্রশ্ন।

    বহুদিন ধরেই ইডির আতশ কাচের নিচে ছিলেন এই ৩ জন। সদ্য যাঁদের ইডি পাকড়াও করেছে, তাঁরা হলেন, সিএ শান্তনু ভট্টাচার্য। এছাড়াও ব্যবসায়ী হিতেশ চন্দ ও সুব্রত ঘোষ। সোমবার গ্রেফতারির পর, মঙ্গলে তাঁদের কোর্টে তোলা হয়। ইডির বিশেষ আদালতে তাঁদের হাজির করা হয়। ধৃতদের মধ্যে রাইস মিলের মালিক হিতেশের বিরুদ্ধে অভিযোগ ভুয়ো কৃষকের নাম ভাঁড়িয়ে টাকা নয়ছয় করার। এক বছর আগে তাঁর মিলে তল্লাশি চালানো হয়। আদালতের সাফ প্রশ্ন, ‘এক বছর আগে, তল্লাশি চালানো হয়েছে, বয়ান নেওয়া থাকলে, এতদিন পর কেন গ্রেফতারি?’

    প্রশ্নের উত্তরে ইডি জানিয়েছে, এই সময়ের মধ্যে আরও অনেকের সঙ্গে দুর্নীতি নিয়ে কথা বলেছে এই তদন্তকারী সংস্থা। এই সময়ের মধ্যে দুর্নীতির টাকা কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে, সেই সব দেখা হচ্ছিল। উল্লেখ্য, আরও এক চাল কলের মালিক সুব্রত। নবদ্বীপ পুলিশের খাতায় তাঁর নাম রয়েছে। মামলায় সুব্রত আইনজীবী প্রশ্ন তোলেন, ১ বছর আগে, সুব্রতর বাড়ি, অফিসে তল্লাশি করা হয়। তখন তাঁকে গ্রেফতার করা হয়নি, তাহলে কেন ১ বছর ২ মাস পর তাঁকে গ্রেফতার করা হল? এই প্রশ্ন শুনে তাকে ‘সঙ্গত প্রশ্ন’ বলে মন্তব্য করেন বিচারক। বিচারপতি ইডির থেকে জানতে চান, এতদিনে দেওয়া চার্জশিটে সুব্রতের নাম অভিযুক্ত হিসাবে ছিল না বিচারপতির প্রশ্ন,' হঠাৎ গ্রেফতার করলেন। কিন্তু এত দেরি কেন?'

    এরপর আসে, জ্যোতিপ্রিয়র সংস্থার সিএ শান্তনু ভট্টাচার্যের প্রসঙ্গ। জ্যোতিপ্রিয়র ৭ সংস্থার আর্থিক বিষয় দেখভাল করতেন শান্তনু। ইডি জানায়, গ্রেফতারির পর এসএসকেএমে ভর্তি থাকা জ্যোতিপ্রিয় তাঁর মেয়েকে একটি চিঠি দেন। সেই চিঠির সঙ্গে শান্তনু যোগ রয়েছে, বলে ইডির দাবি। তবে শান্তনুর আইনজীবীর দাবি, ৩০ বার ইডি অফিসে ডেকে জেরা করা হয়েছে শান্তনুকে । তার পরও এক বছর পর হেফাজতে নিয়ে তাঁকে জেরা করার দরকার, কেন মনে হল ইডির? ইডির দাবি, দুর্নীতির টাকা অন্য জনকে হস্তান্তর করা হয়েছিল বলে শান্তনু জেরায় জানান। এদিকে, ৩ জনকেই হেফাজতে চেয়ে আবেদন করে ইডি।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)