• মত্ত অবস্থায় অস্ত্রোপচারের অভিযোগ, স্ত্রীর মৃত্যুতে ক্ষোভ তারাপীঠ মন্দির কমিটির সভাপতির 
    এই সময় | ২৬ ডিসেম্বর ২০২৪
  • মত্ত অবস্থায় অস্ত্রোপচার করেছেন চিকিৎসক। অস্ত্রোপচারের পর মৃত্যু হয়েছে রোগীর। চিকিৎসক তথা বীরভূমের হাঁসান কেন্দ্রের বিধায়ক অশোক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়। ২৩ ডিসেম্বর তাঁর স্ত্রী সুজাতা মুখোপাধ্যায়ের মৃত্যু হয় স্থানীয় বেসরকারি হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরব হন তারাপীঠ মন্দিরের সেবায়েতরা। অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক। 

    অসুস্থ অবস্থায় ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল সুজাতা  মুখোপাধ্যায়কে। সোমবার তাঁর অস্ত্রোপচার করা হয়। অস্ত্রপচারের কিছুক্ষণ পরেই হাসপাতাল থেকে জানানো হয় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। 

    তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, ‘আমাকে বলা হয়েছিল দু’ঘণ্টার মধ্যে সব মিটে যাবে। অপারেশন হয়েও যায়। তারপরেই বলা হয় স্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। আমি জানলাম উনি (অশোক চট্টোপাধ্যায়) মদ্যপ অবস্থায় চিকিৎসা করেছেন। এটা ঠিক নয়। আর কোনও মানুষের সঙ্গে যেন এরকম না হয়।’

    চিকিৎসক অশোক চট্টোপাধ্যায় বলেন, ‘অভিযোগ করতেই পারেন। তবে চিকিৎসায় যা করার সবই করা আছে। হৃদরোগে আক্রান্ত হয়ে উনি মারা গিয়েছেন। আমাদের করার কিছু ছিল না।’ তিনি জানান, রোগীর অস্ত্রোপচারের পর আইসিইউতে দেওয়া হয়েছিল। পরপর চারবার হার্ট অ্যাটাক হলেও রোগীকে বাঁচিয়ে রাখা গিয়েছিল। কিন্তু পঞ্চমবার তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। অন্যদিকে, তারাময় মুখোপাধ্যায় বিষয়টি নিয়ে তারাপীঠ থানায় অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক-সহ অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেবন বলেও জানান তিনি।

  • Link to this news (এই সময়)