• সান্টা টুপিতে সচেতনতার বার্তা, অভিনব উদ্যোগ চুঁচুড়া ট্রাফিক গার্ডের...
    আজকাল | ২৬ ডিসেম্বর ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ রাস্তার ট্রাফিক সামলে অন্যভাবে উৎসবে সামিল চুঁচুড়া ট্রাফিক গার্ড। এদিন আর হেলমেট বিহীন বাইক আরোহীকে ধরে জরিমানা করা নয়। চন্দননগর ট্রাফিকের তরফে ট্রাফিক সামলানোর পাশাপাশি চলল পথ চলতি বাইক আরোহীদের সান্টা টুপি, চকলেট উপহার দেওয়া। এর মাধ্যমেই ছড়িয়ে দেওয়া হল সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতার বার্তা।

    বড়দিনের উৎসবকে আরও মনোজ্ঞ করে তুলতে এমনই অভিনব উদ্যোগ চুঁচুড়া ট্রাফিক গার্ডের। এদিন ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউ চুঁচুড়া পিপুলপাতির মোড়ে ট্র্যাফিক অফিসের সামনে পথ চলতি বাইক আরোহী ছোট শিশুদের হাতে তুলে দেন চকলেট ও নানা উপহার। এদিন সকাল থেকেই গোটা শহর মেতেছিল বড়দিনের উৎসবের আনন্দে। তাই বুধবার আর বাইক ধরে জরিমানা করার নিত্য দিনের কাজ থেকে কিছুটা সরে উৎসবের আনন্দে সামিল হয়েছিল পুলিশও।

    এদিকে ট্রাফিক কর্তাদের এমন আচরণে খুশি বাইক আরোহীরা। তাঁরা জানান অনেক সময় ইচ্ছা করে হেলমেট পড়েন না। বা হেলমেট পরতে ভুলে যান যেটা উচিত নয়। ট্রাফিক আইন ভাঙলে জরিমানা করা হয় সেটাই স্বাভাবিক। কিন্তু এদিন যেভাবে ট্রাফিকের তরফে বড়দিন পালন করা হচ্ছে সেটা একেবারেই অন্যরকম। এবং সচেতনতামূলক। তাঁরা মনে করেন ট্রাফিকের এই আচরণ তাঁদের পরবর্তী সময় ট্রাফিক আইন মানতে বাধ্য করবে। উৎসবের দিনে সাধারণ মানুষ আনন্দ করে থাকলেও, পুলিশের ছুটি থাকে না। তাই হয়তো এভাবেই চন্দননগর পুলিশের ট্রাফিক বিভাগ চুঁচুড়া ট্রাফিক গার্ড বড়দিন পালন করল। উপহার দেওয়া সান্টা টুপিতেও নিরাপত্তার কথা লেখা, সেফ ড্রাইভ সেভ লাইফ এর বার্তা দেওয়া হয়।

    ছবি:‌ পার্থ রাহা
  • Link to this news (আজকাল)