• অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...
    আজকাল | ২৬ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  বাংলাদেশে অস্থিরতার মধ্যেই ক্রিসমাসের দিন বিকেলে শিলিগুড়ি সংলগ্ন ইন্দো বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ি সীমান্তে আয়োজিত হল বিটিং রিট্রিট সেরিমনি। বুধবার বিকেলে ওই রিট্রিট অনষ্ঠানে বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরী-সহ বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

    এদিন সীমান্তের দুপারেই সাধারণ মানুষের ভীড় উপচে পড়ে। গত কয়েকদিন ধরে উত্তেজনার পরিস্থিতি বাংলাদেশে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হাসিনা-সরকার পতন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন, প্রথম দফার অশান্তিতে জুলাই-আগস্ট মাসের প্রবল উত্তেজনার পর সে দেশে এখন দ্বিতীয় দফার অস্থিরতা।

    তবে বাংলাদেশে যেমনই পরিস্থিতি চলুক না কেন রিট্রিট সেরিমনিকে কেন্দ্র করে এক হতে দেখা যায় দুই বাংলাকে। সপ্তাহে মঙ্গল ও শনিবার ফুলবাড়ি সীমান্তে ওই রিট্রিট অনুষ্ঠান আয়োজিত হয়ে থাকে। তবে এই সপ্তাহে মঙ্গলবারের পরিবর্তে বড়দিন উপলক্ষে মঙ্গলবারের পরিবর্তে বুধবারে আয়োজিত হয়। বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে কদম সে কদম মেলাতে দেখা যায় বিএসএফের ১৭৬ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের। রিট্রিট অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল সীমান্ত এলাকা। পাশাপাশি দুই দেশের সীমান্ত রক্ষীরা এই বিশেষ দিনে শুভেচ্ছা বিনিময় করেন
  • Link to this news (আজকাল)