• বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...
    আজকাল | ২৬ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বড়দিনে ঘরে বসে মোবাইল ফোনে গেম খেলে নয়, সময় কাটুক মাঠে ময়দানে খেলা করে। মোবাইল ফোনমুখী আধুনিক প্রজন্মকে খেলার মাঠমুখী করার জন্য তাই এ বছরের বড়দিনে অভিনব উদ্যোগ নিলেন মুর্শিদাবাদের ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। আজ থেকে তাঁর উদ্যোগে ফরাক্কা নুরুল হাসান কলেজের মাঠে শুরু হল এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা। 

    আগামী চার দিন ফরাক্কার মাঠে দাপিয়ে ফুটবল খেলবেন বিভিন্ন এলাকার যুবকেরা। আর নিজেদের পছন্দের দলকে 'সাপোর্ট' করার জন্য খেলার মাঠে জড়ো হবেন বিভিন্ন এলাকার মানুষেরা। মোবাইল ফোনকে দূরে সরিয়ে রেখে সকলে উপভোগ করবেন ছুটির দিনগুলো। 

    মনিরুল ইসলাম বলেন 'এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্যই যুবসমাজকে মাঠমুখী করা এবং খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বাড়ানো। আজ থেকে এই প্রতিযোগিতা শুরু হয়ে আগামী ২৮ তারিখ পর্যন্ত চলবে। এই প্রতিযোগিতায় একদিকে যেমন ফরাক্কার প্রচুর যুবক অংশগ্রহণ করছেন তেমনি অন্য দেশ এবং রাজ্য থেকে কয়েকটি দল খেলোয়াড়দেরকে 'হায়ার' করে নিয়ে এসেছে।  সকলের খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছে ফারাক্কাবাসী।, তিনি বলেন, 'আমরা সকলেই জানি খেলাধুলা করলে শরীর ও মন দুটিই ভাল থাকে। সুস্থ শরীর, সুস্থ মন ও মেধা বিকাশে সহায়ক। খেলাধুলা  করলে  ছাত্র-ছাত্রীদের পড়াশোনাতেও  একাগ্রতা বৃদ্ধি পায়। তবে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে ক্রমশই ঘরের বাইরে গিয়ে  খেলাধুলা করার  প্রবণতা কমে আসছে। তারা মোবাইল ফোনে বিভিন্ন গেমের প্রতি আসক্ত হয়ে পড়ছেন। তথ্য প্রযুক্তির যুগে তরুণদের মধ্যে মোবাইলফোনে আসক্তি লক্ষ্য করা যাচ্ছে। এটা খুবই ক্ষতিকর। এই প্রজন্মকে প্রযুক্তির কুপ্রভাবমুক্ত রাখতে হলে তাদের মাঠমুখী করতে হবে।'

    মনিরুল বলেন, 'বড়দিন থেকে ইংরেজি নতুন বছরের সময় পর্যন্ত ছুটির দিনগুলো যুবকরা যাতে বাড়িতে বসে মোবাইল ফোনে গেম খেলে সময় নষ্ট না করে সেই কারণে এই সময়  ফুটবল প্রতিযোগিতা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে মাঠে  খেলতে নামা মানেই সকলকে যে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হতে হবে এমন নয়। খেলাধুলা করলে শরীর ভালো থাকে। সমাজ সুস্থ থাকলে দেশ উন্নত হয়। সেই কারণেই আমি সকলকে আবার মাঠমুখী হওয়ার আবেদন করেছি।' 
  • Link to this news (আজকাল)