• বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...
    আজকাল | ২৬ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বড়দিনে ভিড় উপচে পড়ল রাজ্যের চিড়িয়াখানাগুলিতে। সমতল থেকে পাহাড়, সর্বত্রই ভিড়ে ঠাসা ছিল। সমতলের চিড়িয়াখানাগুলির মধ্যে এদিন আলিপুর চিড়িয়াখানায় দর্শক এসেছিলেন ৭০,২২৬ জন। নিউটাউনের হরিণালয়ে এসেছিলেন ৫০০০ দর্শক। সেইসঙ্গে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে হাজির হয়েছিলেন ৫৭২১ জন দর্শক। 

    রাজ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, 'বুধবার ২৫ ডিসেম্বর এই তিনটি চিড়িয়াখানায় এবছরের সবচেয়ে বেশি দর্শক এসেছিলেন।' 

    অন্যদিকে এদিন দার্জিলিংয়ের চিড়িয়াখানাতেও উপস্থিত ছিলেন বড় সংখ্যক দর্শক। সদস্য সচিব জানান, দার্জিলিং চিড়িয়াখানা এসেছিলেন ৪০০০ দর্শক। আলিপুরে এদিন চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিক্রি করেছেন ৩১,৭৫,৭৫৫ টাকার টিকিট। 

    সকাল থেকেই এদিন রাজ্যের প্রতিটি চিড়িয়াখানায় ঢোকার জন্য লম্বা লাইন পড়ে যায়। তবে এখন যেহেতু অনলাইনে টিকিট কেনা যায় সেজন্য লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার হ্যাপা পোহাতে হয়নি দর্শকদের। উৎসবের মুডে চিড়িয়াখানায় ভিড় জমিয়েছেন দর্শকরা। 

    বাঘ, সিংহের সঙ্গে আলিপুরে যেমন ভিড় ছিল শিম্পাঞ্জির খাঁচার সামনে, তেমনি শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে দর্শকরা ঢুকে খোঁজ নিয়েছেন বাঘিনী রিকার। চলতি মাসেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় রিকার কামড় লেগে মৃত্যু হয় তার শাবকদের। ফলে বুধবার সহানুভূতি নিয়ে সকল দর্শকই খোঁজ নিয়েছেন এই বাঘিনীর। দার্জিলিংয়ে ভিড় ছিল তুষার চিতার সঙ্গে রেড পান্ডার খাঁচার সামনে। পান্ডাও নিরাশ করেনি তার দর্শকদের। সলজ্জ ভঙ্গিতে দেখা দিয়েছে।
  • Link to this news (আজকাল)