• বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই
    আজকাল | ২৬ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বড়দিনের রাত। উচ্ছ্বাস, আনন্দ শহর, শহরাঞ্চলে। গত কয়েকদিন ধরে বহু এলাকা সেজে উঠেছে আলোর মালায়। রাস্তায় ঢল মানুষের। তবে তার মাঝেই বড় দুর্ঘটনা। বেপরোয়া গতির বলি দুই। 

    দুর্ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের গুসকরা শহরে। স্থানীয়রা জানিয়েছেন, আচমকা একটি বেপরোয়া চারচাকা গাড়ি ধাক্কা দেয় একটি দোকানে। তারপরেই দোকানের একাংশ ভেঙে  পরপর ধাক্কা দেয় বাইকচালক, সাইকেল আরোহী এবং এক পথচারীকে।

     

    প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, দুর্ঘটনায় প্রাণ গিয়েছে দু' জনের। জখম ৫ জন। বুধবার রাত নটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে গুসকরা মানকর রোডে গুসকরা শহরের ধারাপাড়ার কাছে। সাতজনকে উদ্ধার করে গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র  নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সেখানেই দু' জনকে মৃত বলে ঘোষণা করেন। তিনজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

     জানা গিয়েছে, বেপরোয়া গতিতে আসছিল গাড়িটি। চালকও ছিল মদ্যপবস্থায়। এরপর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধারাপাড়ায় রাস্তার ধারে একটি মুদিখানা দোকানে ধাক্কা দেয়। তারপর দোকানের একাং ভেঙে দিয়ে এক পথচারী, বাইকে এবং সাইকেলে ধাক্কা দেয়। তারপর চারচাকা গাড়িটি উল্টে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম কালীপ্রসাদ পাল(৪০) এবং শ্রীমন্ত দাস।
  • Link to this news (আজকাল)