সপ্তাহান্তে আবার বৃষ্টির সম্ভাবনা, ফের জাঁকিয়ে শীত কবে?
আজকাল | ২৬ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বড়দিনে অধরা শীত। সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি। এরকম শেষ হয়েছে ১০ বছর আগে। ২০১৫ সালের ২৫ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। উষ্ণতম বড়দিন বলাই যায়। তার উপর জেলায় জেলায় হালকা বৃষ্টিও হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, মেঘলা আকাশ ও বৃষ্টির নেপথ্যে রয়েছে পশ্চিমি ঝঞ্ঝা। তারই পরোক্ষ প্রভাবে চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা উত্তর থেকে দক্ষিণে।
মঙ্গলবার রাত থেকেই কলকাতা এবং আশপাশের এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে বুধবার বড়দিনেও। কলকাতা ছাড়াও বৃষ্টির সম্ভাবনা হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। আগামী শনিবার ও রবিবার পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা সামান্যই। ভারী নয়।
বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে। তবে ভোরের দিকে থাকবে কুয়াশার দাপট। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তার পরের দু’–এক দিনে পারদ ফের হবে ঊর্ধ্বমুখী।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও বিষয়টা একই। শুক্রবার পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে। শনি ও রবিবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। রাতের তাপমাত্রা কিছুটা কমে ফের বৃদ্ধি পেতে পারে।