• বড়দিনে ‘লেট’ উপহার! করমণ্ডল এক্সপ্রেস দেরিতে ছাড়ায় যাত্রী বিক্ষোভ
    প্রতিদিন | ২৬ ডিসেম্বর ২০২৪
  • সুব্রত মণ্ডল: বড়দিনে ‘লেট’ উপহার দক্ষিণ পূর্ব রেলের। এদিন করমণ্ডল এক্সপ্রেস এক ঘন্টা দেরিতে শালিমার থেকে ছাড়ে। রেল কর্তৃপক্ষ জানায়, সাঁতরাগাছি কারশেড থেকে আসতে দেরি করে রেকটি। মঙ্গলবার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস সাড়ে তিন ঘন্টা বিলম্বে ওই স্টেশন থেকে ছাড়ে। কিন্তু প্রথমে ট্রেনটি বাতিল বলে জানালে বিভ্রান্তির সৃষ্টি হয়। ক্ষোভে যাত্রীরা ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখান।

    এরপরেই রেল জানায়, ভুল ঘোষণা করা হয়েছে। ট্রেনটি দেরিতে ছাড়বে। দশটার পরিবর্তে দেড়টার সময় ছাড়ে। বুধবার করমণ্ডল এক্সপ্রেস ৩.২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও, ট্রেনটি ওই সময় স্টেশনেই আসেনি। উদ্বিগ যাত্রীরা জানান, এসময় ঘোষণাও করা হয়নি। পরে বিলম্বের কথা বলা হলেও ট্রেন ঢোকা সম্পর্কিত কিছু জানানো হয়নি। এক ঘন্টা বিলম্বে ট্রেনটি ছাড়ে। কারণ সম্পর্কে ওই রেল জানিয়েছে, সাঁতরাগাছি কারশেড থেকে রেকটি আসতে দেরি করে।

    বিলম্বের কারণে যখন বীতশ্রদ্ধ মানুষজন, তখন ওই ট্রেনে বাইরে জল অবৈধভাবে বিক্রি করছে অসাধু চক্র। রেলে একমাত্র ‘রেল নীর’ জল বিক্রির অধিকার রয়েছে। এমনকি এই জল বিক্রি যারা করছেন, তাদের দাবি, ২ লিটার ৩০ টাকা, ট্রেন চালু হলে লাগবে ৪০ টাকা। এই কথায় যাত্রীরা ঠকছেন। রেলের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)