ফের পানীয় জলের সমস্যায় পড়তে হবে শিলিগুড়ি পুর এলাকার বাসিন্দাদের? বৃহস্পতিবার থেকে শহরে একবেলা জলের জোগান বন্ধ থাকবে। এমনটাই পুরসভা সূত্রে জানানো হয়েছে। একবেলা জল সরবরাহ বন্ধ থাকলে অনেকটাই অসুবিধায় পড়তে হবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
পুরসভা সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে আগামী তিন দিন শিলিগুড়ি শহরে একবেলা করে পানীয় জল সরবরাহ করা হবে। রবিবার থেকে সমস্যা মিটবে বলে পুরসভা সূত্রে খবর। ফুলবাড়িতে জল পরিশোধন কেন্দ্রে যন্ত্রের মেরামতের কাজের জন্যেই জল সরবরাহ বন্ধ হবে। দুটি যন্ত্রে ফুলবাড়িতে জল পরিশোধন হয়। কিন্তু দীর্ঘদিন ধরে পলি জমতে থাকায় ওই যন্ত্রগুলিতে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। তাই মেরামতের জন্যে তিন দিন একটি যন্ত্র দিয়ে জল পরশোধন করা হবে।
পুর এলাকার বাসিন্দাদের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হচ্ছে। শহরে জলের ট্যাঙ্ক পাঠানো হবে এবং জলের পাউচ দেওয়া হবে। শিলিগুড়ি পুরনিগমের জল সরবরাহ বিভাগের মেয়র পারিষদ দুলাল দত্ত বলেন, ‘পলি সরিয়ে মেরামত করতে দুই তিনদিন সময় লাগবে। এই সময় একবেলা জল সরবরাহ করা হবে এবং এলাকায় জলের ট্যাঙ্ক পাঠানো হবে।’
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার শিলিগুড়ি পুরনিগম এলাকায় পানীয় জলের সঙ্কট তৈরি হয়েছিল। গজোলডোবায় তিস্তা সেচ ক্যানালের বাঁধ মেরামতির জন্যে লক গেট খুলে দেওয়ায় শুকিয়ে যায় ক্যানাল। তখন শিলিগুড়ি শহরে পানীয় জল পরিষেবা দিতে হিমশিম খেতে হয় শিলিগুড়ি পুরসভাকে। পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয়েছিল। তাই সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এ বার শহরে আগাম জলের ট্যাঙ্ক, পাউচের বন্দোবস্ত করা হবে।