• দামের ছ্যাঁকা অতীত? কলকাতা বিমানবন্দরে এবার ১০ টাকার চা! শুরু পাইলট প্রজেক্ট
    হিন্দুস্তান টাইমস | ২৬ ডিসেম্বর ২০২৪
  • বিমানবন্দরের অন্দরে সামান্য় এক কাপ চা খেতেই বহু গ্যাঁটের কড়ি খরচ করতে হয়! যা সাধারণ মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা ধরাতে বাধ্য। এই সমস্যা থেকে এবার রেহাই দিতে, কলকাতা বিমানবন্দরের অন্দরে চালু হয়েছে ‘উড়ান যাত্রী ক্যাফে’। ক্যাফেতে এবার থেকে ১০ টাকায় পাওয়া যাবে চা, ২০ টাকা খরচা করলেই মিলবে সিঙারার মতো নানান স্ন্যাকস। 

    সদ্য কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপুর হাত ধরে কলকাতা বিমানবন্দরে উড়ান যাত্রী ক্যাফে চালু হয়েছে। এয়ারপোর্ট অথরিটির সঙ্গে যৌথ উদ্যোগে এই ক্যাফে চালু হয়েছে। বাজেট ফ্রেন্ডলি এই ক্যাফেতে জলের বোতল থেকে চা, সমস্ত কিছুই কেনাকাটা সাধ্যের মধ্যে সম্ভব। সেখানে কফির দাম ২০ টাকা, চা ১০ টাকা, মিষ্টি বা সিঙ্গারার মতো নানান খাবারের দাম ২০ টাকা। এমন এক ক্যাফের উদ্দেশ্য হল, যাতে বিমানবন্দরের অন্দরে যাত্রীরা সাধ্যের মধ্যে খাবার পেয়ে থাকেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী বলছেন,' উড়ান যাত্রী ক্যাফে শুধু ফুড আউটলেটই নয়, তার চেয়েও বেশি কিছু। এটি জনসাধারণের জন্য ভ্রমণের অভিজ্ঞতাকে গণতান্ত্রিক করার জন্য আমাদের মিশনকে প্রতিনিধিত্ব করে। প্রতিটি সাশ্রয়ী মূল্যের কাপ চা বা জলখাবার সহ, আমরা বিমান সফরকে একটি অভিজ্ঞতায় পরিণত করার বিষয়ে আমাদের বিশ্বাসকে পুনঃনিশ্চিত করি, যা উভয়ই সমৃদ্ধ এবং সকলের সাধ্যের মধ্যে।' মন্ত্রী নাইডু সকল নাগরিকের জন্য বিমান ভ্রমণ সহজলভ্য এবং মর্যাদাপূর্ণ করার জন্য সরকারের প্রতিশ্রুতির কথা বলেন।

    কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু বলেন,'বিমান ভ্রমণকে সাধ্য, মর্যাদা এবং আরামের প্রতীক করে তোলা আমার আন্তরিক মিশন। এটি এমন এক অভিজ্ঞতা হবে, যা প্রতিটি ভারতীয় গর্ব এবং আনন্দের সাথে গ্রহণ করতে পারেন।' তিনি জানান, এই উড়ান ক্যাফে এবার ভারতের বাকি রাজ্যের বিমানবন্দরেও শুরু করার পরিকল্পনা রয়েছে। জানা যাচ্ছে, কলকাতায় এই ক্যাফে ঘিরে পাইলট প্রজেক্ট শুরু হয়েছে। এই ক্যাফে যাতে দেশের অসামরিক বিমান পরিষেবার বৃদ্ধিতে একটি প্রতীক হয়ে ওঠে, তার উদ্যোগে রয়েছে কেন্দ্র। উল্লেখ্য, কিছুদিন আগে, বিমানবন্দরে সব জিনিসের দাম এত বেশি নিয়ে সংসদে প্রশ্ন তোলেন আপ সাংসদ রাঘব চঢ্ঢা। যাত্রী ক্যাফে নিয়ে তিনি বলছেন,' পরিবর্তন দেখতে খুশি! সংসদের এই শীতকালীন অধিবেশনে আমি বিমানবন্দরে খাবারের সামর্থ্যের বিষয়টি তুলে ধরার পর, কলকাতা বিমানবন্দরে চায়ের দাম কমানো হয়েছে। এটি আমাদের নাগরিকদের জন্য একটি জয়।'
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)