পূর্বস্থলীতে খাল-বিল, চুনো মাছ, পিঠেপুলি, প্রাণিপালন উৎসব শুরু
বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, কালনা: বুধবার পূর্বস্থলীর বাঁশদহ ও চাঁদের বিলে ২৪তম খাল-বিল, চুনো মাছ, পিঠেপুলি ও প্রাণিপালন উৎসবের সূচনা হল। উৎসব চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এদিন প্রদীপ জ্বেলে উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মৎস্য মন্ত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন উৎসবের উদ্যোক্তা মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক আয়েষা রানি এ, পুলিস সুপার সায়ক দাস, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার প্রমুখ। মেলায় বসে বাউল ও বিভিন্ন লোকগীতির আসর। প্রথম দিন থেকে মানুষের ভিড় উপচে পড়ে। এদিন অনুষ্ঠানের শুরুতে বিলের শাপলা দিয়ে অতিথিদের অভ্যর্থনা জানানো হয়। এদিন এলাকার তীর্থক্ষেত্র ও চুনোমাছের গুরুত্ব সহ একাধিক বিষয় নিয়ে একটি পত্রিকা প্রকাশিত হয়। বিলের জলে বিভিন্ন মাছের চারা ছাড়া হয়। মৎস্য মন্ত্রী বলেন, মাছ চাষের জন্য বিপুল সম্ভাবনাময় এই জলাশয়। পর্যটকদের কাছে ব্যাপক আকর্ষণীয় হয়ে উঠছে খাল বিল। তিনি বিলের জলে হাউস বোট রাখার জন্য জেলাশাসক ও স্বপনবাবুর দৃষ্টি আকর্ষণ করেন।স্বপনবাবু বলেন, বিলকে ঘিরে যে স্বপ্ন দেখেছি আজ অনেকটাই পূরণ হয়েছে। এখন পরিযায়ী পাখির ঠিকানা হয়েছে বাঁশদহ ও চাঁদের বিল। আসছে পর্যটকরা। দু’টি গেস্টহাউস রয়েছে। শ্রমজীবী মানুষের কথা ভেবে শ্রমদপ্তরের উদ্যোগে আরও একটি গেস্টহাউস তৈরির কাজও শুরু হবে। শ্রমজীবী মানুষরা বিনামূল্যে থাকতে পারবেন। খাল বিলের জলে হাউস বোট করার ভাবনাও রয়েছে। - নিজস্ব চিত্র