নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ভয়েস ক্যারিয়ার ইনসস্টিটিউটের পুনর্মিলন উৎসবে অতীতের স্মৃতিচারণ হল। ২০১২ সাল থেকে ভয়েসের পথা চলা শুরু হয়। গত ১২ বছর ধরে যত ছাত্রছাত্রী ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্সিং, ফার্মাসিস্ট, ডব্লুবিসিএস এবং ডব্লুবিপিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাঁদের নিয়েই গত ২২ ডিসেম্বর পুনর্মিলন উৎসব হয়। এই উৎসবে প্রধান অতিথি হিসেবে ছিলেন আহম্মদ হাসান ইমরান, প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাজাহান বিশ্বাস ও সেক্রেটারি ডঃ জাহাঙ্গির বিশ্বাস।
সাজাহান সাহেব বলেন, এই অনুষ্ঠানে পাঁচশোর বেশি কৃতী প্রাক্তন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। তাঁরা আজ সমাজের বিভিন্ন জায়গায় সুপ্রতিষ্ঠিত। এবার যাঁরা ডাক্তারি পড়া এবং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে সুযোগ পেয়েছেন তাঁদের প্রত্যেককেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মারক ও উপহার দিয়ে সম্মান জানানো হয়েছে। জাতি ধর্ম নির্বিশেষে সমাজের দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনা করার সুব্যবস্থা আছে আমাদের ইন্সটিটিউটে। -নিজস্ব চিত্র