• মেডিক্যালের গেটের সামনে অবৈধ টোটোর স্ট্যান্ড, দুর্ঘটনার আশঙ্কা
    বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গেটের পাশে এশিয়ান হাইওয়ের ধার দিয়ে অবৈধ টোটো স্ট্যান্ড গজিয়ে উঠেছে। গুরুত্বপূর্ণ মহাসড়কে অবৈধ স্ট্যান্ডের জন্য দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গেট থেকে বেরোতেই টোটোর লাইন। ট্রাফিক পোস্টের সামনে টোটো এবং অটো স্ট্যান্ড গজিয়ে ওঠায় যানজট হচ্ছে। রোগী নিয়ে অ্যাম্বুলেন্স ঢোকা ও বের হতে সমস্যা হচ্ছে। যে কোনওদিন হাসপাতালের গেটের সামনে বড় দুর্ঘটনা হতে পারে।

    আর জি কর কাণ্ডের পর সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তা জোরদার করতে পদক্ষেপ হয়েছে। সেইমতো উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে টোটো দাঁড়িয়ে থাকা বন্ধ করা হয়েছে। রোগী নামিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে। তাই যাত্রী ধরার ধরার জন্য মেডিকেল কলেজের গেটের সামনে থেকে এশিয়ান হাইওয়ে ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকছে টোটো। লাইনে থাকছে অবৈধ টোটোও। এই এশিয়ান হাইওয়ে দিয়ে অসংখ্য যানবাহন চলছে। এতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গেটের সামনে সারাক্ষণ যানজট থাকছে। শিলিগুড়ি শহরেও টোটোর দৌরাত্ম্য কমেনি। অবৈধ টোটো বন্ধ করার পাশাপাশি বৈধ টোটোর রুট বিন্যাস করা হয়েছে। অবৈধ টোটোর বিরুদ্ধে শিলিগুড়ি ট্রাফিক পুলিসের অভিযান চলছে। শহরের মধ্যে নম্বরহীন টোটো ঢুকলে পুলিস তা আটক করছে। তারপরও শহরে বিভিন্ন জায়গায় টোটোর অবৈধস্ট্যান্ড এবং নম্বরহীন টোটোর অবাধ চলাচল অব্যাহত বলে অভিযোগ। সম্প্রতি শিলিগুড়ি পুরসভার ‘টক টু মেয়র ফোন ইন’ লাইভ অনুষ্ঠানেও নাগরিকরা টোটোর এই নিয়ম ভাঙার খেলা নিয়ে মেয়র গৌতম দেবের দৃষ্টি আকর্ষণ করেন।

    উত্তরবঙ্গ মেডিকেল কলেজের গেটের সামনের মতো শিলিগুড়ি পুরসভার গেট থেকে  রাস্তা দখল করে  বৈধ ও অবৈধ টোটোস্ট্যান্ড বানিয়ে ফেলেছে। এতে গুরুত্বপূর্ণ এই রাস্তায় সারাক্ষণ যানজটে লেগে থাকছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, গোটা বিষয়টি দেখা হবে। এই ধরনের অবৈধ টোটোস্ট্যান্ড এশিয়ান হাইওয়ে থেকে সরিয়ে দেওয়া হবে। শহরে টোটো নিয়ন্ত্রণের যে পদক্ষেপ করা হয়েছে তাতে টোটো পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে। এই প্রক্রিয়া সবে শুরু হয়েছে।  তাই সবকিছু নিয়মে আনতে কিছু সময় লাগবে। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)