রাজ্য বৃত্তি পরীক্ষায় যুগ্ম প্রথম মাথাভাঙার ঋদ্ধিমান দে
বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙার চতুর্থ শ্রেণির পড়ুয়া ঋদ্ধিমান দে রাজ্য বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে। এই খবরে খুশি শহরের শিক্ষানুরাগী মহল। ঋদ্ধিমানের বাড়ি শহরের ৬ নম্বর ওয়ার্ডের আমলাপাড়ায়। বরাবর ক্লাসে প্রথম হওয়া ঋদ্ধিমানের এই সাফল্যে খুশি তার পরিবারের সদস্যরাও। আইএএস অফিসার হওয়ার স্বপ্ন খুদে এই পড়ুয়ার। ঋদ্ধিমানের মা রুনা দে বলেন, রাজ্যজুড়ে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় আমার ছেলে ছাড়াও আরও দু’জন প্রথম হয়েছে। পড়াশোনা ছাড়াও ছবি আঁকা ও আবৃত্তিতেও পারদর্শী ঋদ্ধি। শহরের যে নার্সারি স্কুলে পড়ত ঋদ্ধিমান সেখানে বরাবর ক্লাসে প্রথম হতো। ঋদ্ধিমান জানায়, ক্লাসের পড়া নিয়মিত পড়েছি। ভবিষ্যতে উচ্চশিক্ষা লাভের পর আইএএস হতে চাই। স্থানীয় বাসিন্দা প্রদীপকুমার দে বলেন, রাজ্যব্যাপী হওয়া বৃত্তি পরীক্ষায় মাথাভাঙার পড়ুয়া প্রথম হওয়ায় আমরা গর্বিত। আমরা ছেলেটির আরও সাফল্য কামনা করছি। উল্লেখ্য, ঋদ্ধিমান ছাড়াও যুগ্মভাবে প্রথম হয়েছে পূর্ব মেদিনীপুরের স্বপ্ননীল মণ্ডল এবং দক্ষিণ ২৪ পরগনার অর্ঘ্যদীপ আদক।