• জয়ী অগ্রগামী  
    বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, শিলিগুড়ি: বুধবার শিলিগুড়ি বাবলাতলা ক্রিকেটের প্রথম ম্যাচে অনায়াসে জিতল অগ্রগামী সংঘ। এদিন শিলিগুড়ি কলেজ মাঠে ২৪০ রানে মালদহের পি চৌধুরী ক্রিকেট কোচিং ক্লাবকে পরাজিত করে অগ্রগামী। 

    প্রথমে ব্যাট করতে নেমে শিলিগুড়ির অগ্রগামী ৩৫ ওভারে ৫ উইকেটে ৩৪২ রান করে। এর মধ্যে ৫৪ রান আসে পেনাল্টি থেকে। পাঁচ রানের জন্য শতরান থেকে বঞ্চিত হন মোহিত রায়। ৭৫ বলে ৯৫ রান করেন মোহিত। মিথিলেশ দাস ৪৯ বলে ৫৩ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে মালদহের পি চৌধুরী ক্রিকেট কোচিং ক্লাব ১০২রানে গুটিয়ে যায়। অগ্রগামীর শুভম সরকার তিনটি ও বিকাশ সিংহ দুটি উইকেট পান। এদিন প্রতিযোগিতার উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। উভয় দলের ক্রিকেটারদের সঙ্গে তিনি এব্য ডেপুটি মেয়র রঞ্জন সরকার পরিচিত হন। 
  • Link to this news (বর্তমান)