সংবাদদাতা, নকশালবাড়ি: মঙ্গলবার রাতে খড়িবাড়ি ব্লকের অধিকারিতে এসএসবির অভিযানে মাদক সহ তিন যুবক যুবককে আটক করে পুলিসের হাতে তুলে দেওয়া হল। পুলিস সুখদেব সিংহ, কৃষ্ণ দাস, মহম্মদ সামসেরকে গ্রেপ্তার করেছে। প্রথম দু’জন খড়িবাড়ির বাসিন্দা। অপরজন বিহারের।
পুলিস সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকার একটি মোবাইল দোকানে অভিযান চালায় এসএসবির ৪১তম ব্যাটালিয়ানের জওয়ানরা। সেখানে সন্দেহজনক ওই তিন যুবককে জেরা করা হলে হেফাজত থেকে ১০১ গ্রাম মরফিন উদ্ধার হয়। পরে ধৃতদের খড়িবাড়ি পুলিসের হাতে তুলে দেয় এসএসবি। প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধার হওয়া মাদক ওই এলাকায় পাচারের উদ্দেশ্য ছিল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।