সংবাদদাতা, শিলিগুড়ি: আজ, বৃহস্পতিবার থেকে সকালেই মিলবে পানীয় জল। কারণ, শিলিগুড়িতে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। শিলিগুড়ি পুরসভার জল সরবরাহ বিভাগের মেয়র পরিষদ সদস্য দুলাল দত্ত বলেন, দুটি ইউনিট থেকে শহরের জল সরবরাহ হয়ে থাকে। ফুলবাড়িতে জল প্রকল্পের একটি ইউনিট মেরামতের কাজ শুরু হবে বৃহস্পতিবার থেকে। সে কারণেই একটি ইউনিট থেকে চার থেকে পাঁচদিন শুধু সকালে জল দেওয়া হবে। বিকালে জল সরবরাহ বন্ধ থাকার ফলে যাতে কারও সমস্যা না হয় তার জন্য আমরা বিভিন্ন জায়গায় জলের ট্যাঙ্ক রাখছি।