• দার্জিলিংয়ে পুড়ে মৃত্যু প্রাক্তন আধা সেনার
    বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, দার্জিলিং: মঙ্গলবার রাতে দার্জিলিং শহরের কাছে আগুন লাগে একটি বাড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ির গৃহকর্তা অসুস্থ ছিলেন। তিনি ঘর থেকে বের হতে না পারায় জ্বলন্ত দগ্ধ হয়ে মারা যান। প্রতিবেশীরা জানিয়েছেন, মৃতের নাম ইন্দ্রপ্রসাদ শর্মা। তিনি সিআরপিএফে কাজ করতেন। তাঁর প্রতিবেশী কৃষ্ণ সারকি বলেন, মঙ্গলবার রাত সড়ে ৩টে নাগাদ ওই বাড়িতে আগুন লাগার খবর পাই। বাড়িটি ছিল কাঠের। তাই অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে ওই ব্যক্তি ঘর থেকে বের হতে পারেননি। তাই পুড়ে মৃত্যু হয় তাঁর। আর এক প্রতিবেশী বলেন, ইন্দ্রপ্রসাদ শর্মা কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। হয়তো সেকারণে ঘর থেকে না বের হতে পেরে ওঁর মৃত্যু হয়েছে। 
  • Link to this news (বর্তমান)