• পিএফ অভিযোগের সুরাহা, রাজ্যে ক্যাম্প ২৭ ডিসেম্বর
    বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে পিএফ দপ্তরের ‘নিধি আপকে নিকট’ কর্মসূচি, জানিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ড ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। পিএফ গ্রাহক এবং পেনশনভোগীরা কোনও সমস্যায় পড়লে সেই অভিযোগ দপ্তরে জানাতে পারেন। এছাড়া প্রত্যেক মাসের ২৭ তারিখে পিএফ দপ্তরের কর্মী ও অফিসাররা বিভিন্ন এলাকায় গিয়ে ক্যাম্প করেন। গ্রাহক ও পেনশনভোগীদের অভিযোগগুলি শোনেন তাঁরা। সেখানেই তার সমাধানের উদ্যোগ নেওয়া হয়। সেই কর্মসূচিকেই বলা হয় ‘নিধি আপকে নিকট’। 

    দপ্তরের কর্তারা জানিয়েছেন, এরাজ্যে হাওড়া আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প বসবে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার ভবানীপুর গোকুল অ্যাগ্রো রিসোর্সেস লিমিটেডে। পশ্চিম মেদিনীপুরে সেই ক্যাম্প হবে তেঁতুলমারির বেঙ্গল ইনার্জি লিমিটেডে। এছাড়াও ঝাড়গ্রামে জামদার অ্যাসিস্ট্যান্ট ডিএ (ফার্ম) অফিসে বসবে ক্যাম্প। পাশাপাশি হাওড়ার আওতায় উলুবেড়িয়ার আমড়াবেড়িয়াতে আইটিসি লিমিটেডে এবং হুগলির শ্রীরামপুরে দিল্লি রোডের ধারে ভূষণ পাওয়ার অ্যান্ড স্টিলে বসবে নিধি আপকে নিকট ক্যাম্প। 

    জলপাইগুড়ি আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প বসবে আলিপুরদুয়ারের বীরপাড়ার রহিমপুর টি এস্টেট এবং কোচবিহারের মাথাভাঙ্গায় এস এ প্লাইউড লিমিটেডের অফিসে। এছাড়াও জলপাইগুড়ির রানিনগরে সুইৎজ ফুডস প্রাইভেট লিমিটেডে বসবে ক্যাম্প। বারাকপুর আঞ্চলিক অফিসের আওতায় নদীয়ার চাকদহ পুরসভা, উত্তর ২৪ পরগনার পানিহাটি নীলগঞ্জ রোডের সাওয়ালকা লিমিটেডে বসবে ক্যাম্প। জঙ্গিপুর আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প দুটি হবে মালদহের গঙ্গাপ্রসাদে আশা ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ এবং মুর্শিদাবাদের ওমরপুরের গাইডেন্স অ্যাকাডেমিতে। দুর্গাপুর অফিসের আওতায় ক্যাম্প হবে পশ্চিম বর্ধমানের কুলটি সীতারামপুরের মাইনিং অ্যাসোসিয়েটসের অফিস, পূর্ব বর্ধমানের মশাগ্রামের সারদা মিশন শিক্ষা মন্দির এবং বাঁকুড়ার লালবাজারের হোটেল সপ্তর্ষিতে। এছাড়া দুর্গাপুর আঞ্চলিক অফিসের আওতায় পুরুলিয়ায় রেডিচেম পিগমেন্টস প্রাইভেট লিমিটেড এবং বীরভূমের সিউড়িতে নির্মলাদেবী নার্সিং প্রাইভেট লিমিটেডে ক্যাম্প হবে। শিলিগুড়ি আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প হবে দার্জিলিংয়ের খোকন অটো ডিস্ট্রিবিউটর্স প্রাইভেট লিমিটেড, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জীবনরেখা ডায়গনস্টিক এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পাতিরাম পথসাথীতে। এছাড়া দার্জিলিংয়ের টিবেটান রিফিউজি সেলফ হেল্প সেন্টারে বসবে নিধি আপকে নিকটের ক্যাম্প, জানিয়েছে ইপিএফও।
  • Link to this news (বর্তমান)