বিমানবন্দরের শতবর্ষ পালন করতে উদ্যোগী কর্মী সংগঠন, কর্তৃপক্ষকে পাল্টা চাপ
বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিমানবন্দরের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যথাযথ সম্মান দিয়ে আমন্ত্রণ জানানো হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই অভিযোগ তুলে ‘এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া’ আয়োজিত অনুষ্ঠান বয়কট করেন বিমানবন্দরের কর্মীরা। এবার কর্মী সংগঠন পাল্টা শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। গত ২১ ডিসেম্বর কলকাতা বিমানবন্দরে পালিত হয় শতবর্ষের অনুষ্ঠান। ১৯২৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত কলকাতা বিমানবন্দরের যাত্রাপথকে স্মরণীয় করে রাখতে বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। কিন্তু ওই অনুষ্ঠানে রাজ্য সরকারের কোনও প্রতিনিধিকে দেখতে পাওয়া যায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা যথাযথ সম্মান দিয়ে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের প্রশাসনিক কর্তাদের আমন্ত্রণ জানাননি। তাই ওই দিনের অনুষ্ঠান থেকে নিজেদের সরিয়ে রেখেছিলেন ‘এয়ারপোর্ট অথরিটি এমপ্লয়িজ ইউনিয়ন’-এর কর্মীরা। এবার তারাই পাল্টা একটি অনুষ্ঠানের তোড়জোড় শুরু করেছেন। সংগঠনের রিজিওনাল সেক্রেটারি (মেট্রো) প্রদীপ শিকদার বলেন, ‘আগামী জানুয়ারি মাসে আমরা কর্মী সংগঠনের পক্ষ থেকে বিমানবন্দরের শতবর্ষ উদযাপন করব। সমাজের সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হবে। বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের আয়োজিত অনুষ্ঠানে সৌজন্যের পরিচয় দেয়নি। তারা রাজ্য সরকারকে অবহেলা করেছে। তার প্রতিবাদেই আমরা ওই অনুষ্ঠান বয়কট করেছিলাম।’ তিনি আরও জানান, জানুয়ারি মাসের অনুষ্ঠানে বিমানবন্দরের ইতিহাস তুলে ধরা, পুরনো কর্মীদের সম্মানিত করা এবং বর্তমানে যেসব কর্মী বিমানযাত্রীদের পরিষেবায় দিন-রাত কাজ করে চলেছেন, তাঁদের সম্মানিত করা হবে। আগামী দিনে পরিষেবার ক্ষেত্রে কী পদক্ষেপ করা যায়,তা নিয়ে আলোচনা তুলে আনতে চায় এই সংগঠন।