বিদ্যুতের বণ্টন পরিকাঠামো উন্নয়নে ৬৬৭ কোটি টাকার অনুমোদন নাবার্ডের
বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত ১৩ বছরে রাজ্যের বিদ্যুৎ বণ্টন পরিকাঠামো উন্নয়নে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। তার ফলে রাজ্যে লোডশেডিং এখন অতীত। এমনকী, বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রেও অন্যান্য রাজ্যের তুলনায় বহুগুণ এগিয়ে পশ্চিমবঙ্গ। তবে এখানেই থেমে থাকতে রাজি নয় বাংলা। বিদ্যুৎ বণ্টনে আরও উন্নত পরিকাঠামো গড়তে উদ্যোগী নবান্ন। রাজ্যের এই পদক্ষেপের সুখ্যাতি করে বিদ্যুৎ বণ্টনের পরিকাঠামো উন্নয়ন খাতে ৬৬৭ কোটি টাকার অনুমোদন দিয়েছে নাবার্ড। সূত্রের খবর, সম্প্রতি নাবার্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্সের (নিডা) অধীন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানিকে সাত জেলায় গ্রিড সাবস্টেশন ও অ্যাসোসিয়েটেড ট্রান্সমিশন লাইন সম্প্রসারণের জন্য সহজ শর্তে নাবার্ডের তরফে এই ঋণ অনুমোদন করা হয়েছে। এই সুবাদে বিদ্যুৎ বণ্টন পরিকাঠামো আরও উন্নত হবে বলেই মত প্রশাসনিক মহলের। এর ইতিবাচক প্রভাব পড়বে রাজ্যের শিল্প ক্ষেত্রেও। পাশাপাশি, রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নও সুনিশ্চিত হবে বলে মনে করে সংশ্লিষ্ট মহল।