নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: রেন ডিয়ারে টানা স্লেজ নিয়েই ঘুরে বেড়ান তিনি। ঝুলিতে থাকে বড়দিনের গিফট। এবার বড়দিনে স্লেজ ছেড়ে হেলমেট পরে বাইক চালাতে দেখা যাচ্ছে সান্তাক্লজকে। বাইকের পিছনের আসনে গিফট। বড়দিন উপলক্ষ্যে সান্তাক্লজের এমন ছবি দিয়ে পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিতে প্রচার চালাল রাজ্য পুলিস। বুধবার সাত সকালে পুলিসের সোশ্যাল মিডিয়া পেজে এ ছবি শেয়ারও হয়েছে। সেই পোস্ট শেয়ার করেছে বিধাননগর সিটি পুলিসের ফেসবুক পেজ। সেখানে সান্তাক্লজ থামস আপ করে বলছেন, ‘সেফ রাইডিং, মেরি রাইডিং’।
বড়দিন, বর্ষবরণের রাত থেকে এক জানুয়ারি, উৎসবের এই দিনগুলিতে রাস্তায় গাড়ি ও বাইকের সংখ্যা বেশি থাকে। এ সময় বেপরোয়া বাইক রাইডিংও দেখা যায়। স্পিড লিমিট না মেনে উচ্চগতিতে জয় রাইড করা, মদ্যপ অবস্থায় বাইক চালানো, ট্রিপল রাইড, হেলমেট না পরা প্রভৃতি অভিযোগ আসে পুলিসের কাছে। তাই এই দিনগুলিতে পুলিসের বিশেষ নজরদারি থাকে। কোথাও কোনও বিশৃঙ্খলা যাতে না হয় তার জন্য সতর্ক থাকেন পুলিসকর্মীরা। তবে এর মধ্যেও যাঁরা আইন ভাঙেন তাঁদের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা রুজু হয়। পুলিসের দাবি, উৎসবের দিনগুলিতে সকলে যাতে সুস্থ ও ভালো থাকেন, তার জন্যই এই ধরনের সচেতনতা বৃদ্ধির প্রচার চালানো হয়। উৎসবের সময় বাইক চালালে অনেকে হেলমেট ব্যবহার করেন না। কিন্তু রাস্তায় হেলমেট না পরে বাইক চালানো বিপজ্জনক। তাই সান্তাক্লজের যে ছবি দেওয়া হয়েছে, তাঁর মাথাতে রয়েছে হেলমেট।
তবে শুধু বড়দিন নয়, সোশ্যাল ফেসবুক পেজে অবশ্য নানা সময়ই হেলমেট পরে বাইক চালানোর বার্তা দেওয়া হয়। বিধাননগর কমিশনারেটও লাগাতারভাবে হেলমেট পরা নিয়ে প্রচার চালাচ্ছে। সল্টলেকে বাসের ধাক্কায় ছাত্র মৃত্যুর পর রাস্তায় দাঁড়িয়ে পুলিস অফিসাররা অভিভাবকদের অনুরোধও করছেন, ‘আপনার শিশুর মাথাতেও হেলমেট পরান।’ এরপর বড়দিনে রাজ্য পুলিসের নতুন সংযোজন সান্তাক্লজ।