মমতার পথে হেঁটেই এবার জয়নগরের মোয়ার প্রসারে উদ্যোগী মোদি সরকার
বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জয়নগরের মোয়ার প্রচারে এগিয়ে এল নরেন্দ্র মোদি সরকার। শিয়ালদহ ডিভিশনের সাউথ সেকশনে জয়নগর এলাকার বিখ্যাত এই মোয়া আন্তর্জাতিক স্তরে সমাদৃত। প্রতিদিন শিয়ালদহ ডিভিশনে প্রায় ১৬ লাখ যাত্রী চলাচল করে। যার মধ্যে ভিন রাজ্য কিংবা বিদেশি প্যাসেঞ্জারও রয়েছে। বিরাট অংশের এই যাত্রীদের মধ্যে জয়নগরের মোয়াকে নয়া আঙ্গিকে তুলে ধরতে অভিনব উদ্যোগ নিল ভারতীয় রেল।
দেশজুড়ে স্থানীয় পণ্য কিংবা শিল্পকে তুলে ধরতে নয়া বিপণন নীতি গ্রহণ করেছে রেল। প্ল্যাটফর্মে ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ নামে স্টল খোলার অনুমতি দেওয়া হয়েছে। যার মূল লক্ষ্য, এলাকাভিত্তিক বিখ্যাত শিল্পকলা, খাবার, হস্তশিল্প সহ বিবিধ পণ্যের প্রচার। একই সঙ্গে এই প্রকল্পের মাধ্যমে বিপুল কর্মসংস্থান তৈরি হচ্ছে। যার সুফল মিলছে গোটা দেশে। ঠিক এইভাবেই শিয়ালদহ ডিভিশনে এই মুহূর্তে ১৮০টি ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ বিপণি চালু রয়েছে। শীতের মরশুমে এবার সেই স্টলগুলিতে স্থান পেতে চলেছে জয়নগরের বিখ্যাত মোয়া। খাঁটি গুড়, কনকচূড় ধান সহযোগে তৈরি জিভে জল আনা এই মোয়াকে বিশ্ব মঞ্চে তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়েছিলেন। তাঁরই নির্দেশে মোয়া নির্মাতা কিংবা ব্যবসায়ীদের নিয়ে রাজ্য সরকার একাধিক বৈঠক করেছে। গুণমান এবং প্যাকেজিংয়ে অভিনবত্ব আনার ক্ষেত্রে নবান্নের সহযোগিতা বাড়তি অনুঘটকের কাজ করেছে এই মোয়া শিল্পকে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে। একই সঙ্গে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যানপালন দপ্তর এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের যৌথ প্রচেষ্টায় জয়নগরের মোয়া জিআই স্বীকৃতি পেয়েছে। এবার সেই শিল্পের উন্নয়নে মোদি সরকারের এগিয়ে আসার ঘটনা আশাব্যঞ্জক বলে মনে করছে ওয়াকিবহাল মহল।-নিজস্ব চিত্র