সংবাদদাতা, বসিরহাট: ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। নাম রঘুনাথ মাহাত (৭৮)। বুধবার দুর্ঘটনাটি ঘটে হাসনাবাদ থানার ভবানীপুর মডেল বাজারের কাছে। পুলিস জানিয়েছে, রাস্তা পার হওয়ার সময়ে একটি ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধ পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পথেই ওই ব্যক্তির মৃত্যু হয়।