বেআইনিভাবে গাছ কেটে বিক্রি, অভিযোগ কাউন্সিলারের বিরুদ্ধে
বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, বারাসত: অশোকনগর শহরের প্রাণকেন্দ্র থেকে বেআইনিভাবে গাছ কেটে পাচার করা হয়েছে। একটি আস্ত গাছ কাটার পাশাপাশি পাশের একাধিক গাছের বড় বড় ডালও কাটা হয়েছে। এতে তৃণমূলের এক কাউন্সিলার যুক্ত রয়েছেন বলে অভিযোগ। তবে ওই কাউন্সিলার বলেছেন, পুরসভার অনুমতি নিয়েই গাছ কাটা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে চর্চা।
জানা গিয়েছে, অশোকনগর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে রয়েছে উদ্বাস্তু পুনর্বাসন দপ্তর। এই দপ্তরের সামনেই রয়েছে বেশ কয়েকটি প্রকাণ্ড গাছ। তার মধ্যে একটি আস্ত তুলো গাছ কাউন্সিলার কেটে ফেলেছেন বলে অভিযোগ। শুধুই এই গাছটি পুরোপুরি কেটে ফেলা নয়, পাশের বেশ কয়েকটি গাছের ডালও কেটে ফেলা হয়েছে। অতি দ্রুত গাছ কেটে সেটি ইঞ্জিন ভ্যানে করে অন্যত্র নিয়ে চলে যাওয়া হয়।তবে, শাসকদলের কাউন্সিলার গাছ কাটায় মুখে কুলুপ এঁটেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গাছ কাটতে গেলে বনদপ্তরের অনুমতি নিতে হয়। কিন্তু কোথায় সেই অনুমতি? পুরসভা কখনই এভাবে গাছ কাটার অনুমতি দিতে পারে না। কিন্তু কাটা গাছটি কোথায় গেল? এ বিষয়ে ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার কাজল রায় বলেন, গাছটি বিপজ্জনক হয়ে পড়েছিল। তাই পুরসভার অনুমতি নিয়েই সেটি কেটেছি। না হলে মানুষের সমস্যা হতো। আর যাঁরা গাছ কাটছেন, তাঁদের কোনও পারিশ্রমিক দেওয়া হয়নি। বলা হয়েছিল, গাছ কেটে নিয়ে চলে যাবেন। সেই মতোই করা হয়েছে। এদিকে গাছ কাটার সঙ্গে যুক্ত কর্মীরা বলেন, অত কিছু জানি না। কাউন্সিলারের স্বামী বলেছেন গাছ কাটতে, তাই কেটেছি। তবে বিজেপি এনিয়ে তৃণমূলকে বিঁধেছে। বিজেপি নেতা তাপস মিত্র বলেন, তৃণমূল কোনও নিয়ম মানে না। আর পুলিস-প্রশাসন দেখেও দেখে না।-