ফের মেট্রো বিভ্রাট, আধঘণ্টা পর পরিষেবা স্বাভাবিক হলেও যাত্রী ভোগান্তি চরমে
আজকাল | ২৬ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: মেট্রো ভোগান্তি অব্যাহত। বৃহস্পতিবার সকাল প্রায় ৯টা নাগাদ লাইনে যান্ত্রিক ত্রুটির জেরে বেলগাছিয়ায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল মেট্রো। অফিস যাত্রীরা চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েন। তবে আংশিকভাবে ডাউন লাইনে পরিষেবা স্বাভাবিক ছিল। গিরীশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল ছিল স্বাভাবিক।
বৃহস্পতিবার সকালে বেলগাছিয়া স্টেশনে মেট্রোর একটি রেক খারাপ হয়ে যায়। মেট্রো কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয় মেট্রোটিকে খালি করে দিতে হবে। এরপর বিকল মেট্রোটিকে যাত্রী ফাঁকা করে কবি সুভাষ নিয়ে যাওয়া হয়। যে সময় ঘটনাটি ঘটে, সেই সময় দমদম থেকে দক্ষিণেশ্বর এবং গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছিল। মাঝের কয়েকটি স্টেশনে (গিরিশ পার্ক থেকে দমদম) মেট্রো বন্ধ ছিল। এরপর প্রায় আধ ঘণ্টা পর ৯টা ১৫ মিনিট নাগাদ স্বাভাবিক হয় পরিষেবা।
এটা ঘটনা, কলকাতায় মেট্রো বিভ্রাট নতুন নয়। গত ২২ ডিসেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে আটকে গিয়েছিল একটি রেক। দ্রুত কাজ শুরু করেন ইঞ্জিনিয়ররা। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এর আগেও এরকম একাধিকবার মেট্রো বিভ্রাট হয়েছে। যা ক্রমশ বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে যাত্রীদের কাছে।