• ফের শিরোনামে নন্দীগ্রাম, তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য
    বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: ফের খবরের শিরোনামে নন্দীগ্রাম। বাংলার রাজনীতিতে পালাবদলের অন্যতম সাক্ষী নন্দীগ্রাম থেকে বৃহস্পতিবার সকালে উদ্ধার হল এক তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ। তাঁকে দোকান থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে দাবি ঘাসফুল শিবিরের। অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

    অভিযোগ করা হচ্ছে, গতকাল বুধবার রাতে নন্দীগ্রাম থানার গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবনচক গ্রামের তৃণমূল কর্মী মহাদেব বিশাইকে (৪৫) দোকান থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। স্থানীয় সূত্রে দাবি, বৃন্দাবনপুর বাজারে ওই মহাদেবের চায়ের দোকান আছে। গতকাল সেখানেই ছিলেন ওই তৃণমূল কর্মী। অভিযোগ, রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দোকান থেকে তাঁকে তুলে নিয়ে গিয়ে হাত, পা ভেঙে খুন করার পর ফের দোকানের সামনে ফেলে দিয়ে যায়।

    সকাল থেকে নিহত তৃণমূল কর্মীর দেহ দোকানের সামনেই রয়েছে। ঘটনাস্থলে পুলিস এলেও দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে দেহ আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল নেতা-কর্মীরা। ফলে এলাকায় যথেষ্ট উত্তেজনার পরিস্থিতি রয়েছে।

    তৃণমূলের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ দাবি করেন, বিজেপি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে খুন হয়েছে। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যদিকে, অভিযোগ উড়িয়ে দিয়েছে পদ্ম শিবির। বিজেপির জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল জানান, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।
  • Link to this news (বর্তমান)