• কলকাতায় ফের বৃষ্টির ভ্রুকুটি! শহরে জাঁকিয়ে ঠান্ডা কবে?
    বর্তমান | ২৬ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পৌষ মাসের প্রথম সপ্তাহ অতিক্রান্ত। এখনও শীতের খোঁজে আমবাঙালি। একমাত্র উত্তরবঙ্গ ছাড়া, কলকাতা ও দক্ষিণবঙ্গে হাড়কাঁপুনি ঠান্ডার দেখা নেই। মাঝে মাত্র দিন তিনেক-এর জন্য তাপমাত্রা নামলেও গত কয়েক সপ্তাহ ধরে ফের ঊর্ধ্বমুখী পারা। বড়দিনও কেটেছে উষ্ণই। এমন পরিস্থিতিতে কলকাতা ও দক্ষিণবঙ্গের জন্য সপ্তাহান্তে ফের বৃষ্টির ভ্রুকুটি!

    আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দক্ষিণবঙ্গে এখনই তাপমাত্রা নামছে না। আজ, বৃহস্পতিবার সকালে শহর কলকাতার আকাশ রয়েছে মেঘলা। দিনভর আংশিক ভাবে এই মেঘলা পরিস্থিতি বজায় থাকবে। আজ কলকাতায় দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৬ ডিগ্রি ও ১৭ ডিগ্রির আশেপাশে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪ ডিগ্রি বেশি। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা অবশ্য স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম।

    হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, হাওড়া, হুগলি, বীরভূম ও নদীয়া জেলায়। এরফলে রবিবার পর্যন্ত তাপমাত্রা খুব বেশি নামার সম্ভাবনা নেই। তবে সোমবার থেকে ঠান্ডার অনুকূল হতে পারে পরিস্থিতি। ফলে শীতের জন্য আমজনতাকে অপেক্ষা করতে হবে কমপক্ষে আগামী সপ্তাহ পর্যন্ত।
  • Link to this news (বর্তমান)