সাতসকালে বিপর্যস্ত মেট্রো পরিষেবা। ভোগান্তির মুখে হাজার হাজার যাত্রী। দমদম স্টেশনে মেট্রোর তরফে ঘোষণা করা হয়, যান্ত্রিক গোলযোগের কারণে পরিষেবা বন্ধ রয়েছে। সকাল ৮টা ৫৫ মিনিট থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত পরিষেবা বন্ধ ছিল দমদম ও কবি সুভাষের মধ্যে। যদিও গিরীশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছিল। আপ লাইনে অর্থাৎ, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা স্বাভাবিক ছিল।