নিহত তৃণমূল কর্মীর নাম মহাদেব বিষয়ী(৫২)। তিনি গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবনচকের বাসিন্দা। গতকাল ২৫শে ডিসেম্বর সেই উপলক্ষে বৃন্দাবন চকে পিকনিক করছিল বিজেপির কর্মী-সহ নন্দীগ্রামের বেশ কিছু নেতৃত্বরা। অভিযোগ, তৃণমূল করার কারণে মহাদেবকে অপহরণ করে নিয়ে যায় বিজেপি আশ্রিত এইসব দুষ্কৃতীরা। তারপর তাকে পিটিয়ে খুন করে একটি দোকানের মধ্যে ফেলে দিয়ে যায়। এদিন সকালে দোকানের সামনে থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পা দুটো ভাঙা ছিল। হাতেও ক্ষত ছিল তাঁর।
এই মহাদেবকে এর আগেও খুনের হুমকি দিয়েছিল বিজেপি, এমনটা অভিযোগ তৃণমূলের। গতকাল নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন। তিনি ফিরে আসার পর এই ধরনের খুন তার দিকে উস্কানির আঙুল তুলছে তৃণমূল কংগ্রেস। এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য ও বিজেপি নেতা সাহেব দাস, ভোলানাথ কামিলা, অনুপ মাইতি-সহ একাধিক নেতৃত্ব কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।
উল্লেখ্য চলতি মাসে ধারাল অস্ত্র দিয়ে নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল বিজেপির দিকে। ফের পিটিয়ে খুনের ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামে। যদিও বিজেপি এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নয় বলে জানিয়েছে।