• জঙ্গলজুড়ে নাকাবন্দি, বনকর্মীদের ঘোল খাইয়ে ছাগল মেরে ডেরায় ফিরছে যমুনা
    ২৪ ঘন্টা | ২৬ ডিসেম্বর ২০২৪
  • মনোরঞ্জন মিশ্র: চারদিন পার। এখনও অধরা বাঘিনী । বন দপ্তরের সব চেষ্টায় বিফলে যাচ্ছে বাঘিনীকে খাঁচাবন্দী করা চেষ্টা। বাঘিনীকে বাগে আনতে হিমসিম খাচ্ছে বন বিভাগ।

    এখনও পর্যন্ত পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড়েই রয়েছে ওই বাঘিনী । এমনটাই দাবি বনদফতরের। জঙ্গল লাগোয়া বিভিন্ন এলাকায় শিকার করে আবার নিজের ডেরায় ফিরছে যমুনা । বাঘিনীর আতঙ্ককে সঙ্গী করেই রাত কাটাচ্ছেন স্থানীয় গ্রামের বাসিন্দারা।

    এখন ধান কাটার সময়। বাঘের আতঙ্কে মাঠ থেকে পাকা ধান ও সবজি ঘরে তুলতে পারছেন না গ্রামবাসীরা । রাইকা জঙ্গল লাগোয়া রাহামদা জঙ্গল থেকে উদ্ধার হয়েছে একাধিক ছাগলের দেহ । মাঠে যেতে না পারায় ও ঘর থেকে বের হতে না পারায় বহু মানুষের রুজি রোজগার লাঠে ওঠার জোগাড় । বন্ধ স্বাভাবিক জনজীবন । আতঙ্কে গ্রাম ছেড়ে বেরোতে পারছেন না গ্রামবাসীরা ।

    জঙ্গলে যাওয়া একেবারেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে । বাঘিনীকে খাঁচাবন্দি করতে নতুন কৌশল অবলম্বন করতে চলেছে বন বিভাগ। জঙ্গল ঘিরে ফেলা হয়েছে জাল দিয়ে । বাড়ানো হয়েছে বন কর্মীদের টিমের সংখ্যা । ট্রানকুলাইজার টিম ও বাঘ বিশেষজ্ঞদের মোতায়েন করা হয়েছে জঙ্গলে । জঙ্গলের আটটি জায়গায় বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা। শুকর, ছাগল এবং গবাদি পশুর টোপ দিয়ে ফাঁদ পাতা হয়েছে জঙ্গলের চারপাশে। তবে চারদিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত সেই ফাঁদে পা দেয়নি বাঘিনী । যার ফলে যমুনাকে বাগে আনতে পারেনি বনবিভাগ।

  • Link to this news (২৪ ঘন্টা)