• ছাগলের টোপেই ‘বাঘবন্দি’ ডুয়ার্সে, কবে বাগে আসবে ‘জিনাত’?
    প্রতিদিন | ২৬ ডিসেম্বর ২০২৪
  • রাজ কুমার, আলিপুরদুয়ার: বনদপ্তরের চোখে ধুলো দিয়ে পুরুলিয়ায় ঘুরে বেরাচ্ছে বাঘিনী ‘জিনাত’। হাজার চেষ্টা করেও প্রশাসনের পাতা ফাঁদে ধরা দিচ্ছে না সে। ছাগলের টোপও সন্তর্পণে এড়াচ্ছে। এবার সেই ছাগলের টানেই উত্তরের চা বাগানে খাঁচাবন্দি হল চিতাবাঘ। বৃহস্পতিবার সকালে বনদপ্তরের খাঁচায় ধরা পড়ল সে।

    কয়েকদিন ধরে মথুরা চা বাগানে চিতাবাঘের উৎপাত শুরু হয়। এলাকার বেশ কয়েকটি বাছুর, ছাগল, বিড়াল, কুকুর সাবার করছিল সে। এলাকায় আতঙ্ক বেড়েছিল। রীতিমতো থরহরিকম্প ছিল এলাকাবাসী। অবশেষে তাকে ধরতে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। আর সেই ছাগলের টোপেই কেল্লাফতে!  বনদপ্তরের খাঁচায় আজ সকালে ধরা দেয় চিতাবাঘটি। অবশেষ বছর শেষে আতঙ্কমুক্ত ডুয়ার্সের চা বাগান। এই খবর শোনার পরই পুরুলিয়াবাসীর একটাই প্রশ্ন, কবে ছাগলের টোপে বাগে আসবে বাঘিনী জিনাত?

    প্রসঙ্গত, শীত শুরু হতেই ডুয়ার্সের চা বাগানে চিতাবাঘের আনাগোনা শুরু হয়। নভেম্বর মাসে একাধিক চিতাবাঘ ধরাও পড়েছে। ডিসেম্বর মাসেও সেই ঘটনা দেখা যাচ্ছে। চা বাগানের বাসিন্দাদের এই বিষয়ে সতর্ক করছে বনদপ্তর। তবে বাঘ বন্দিতে কিছুটা হলেও আশ্বস্ত এলাকাবাসী। 
  • Link to this news (প্রতিদিন)