• সূচনা শতবর্ষের, চিত্ত-স্মরণে নেতারা
    আনন্দবাজার | ২৬ ডিসেম্বর ২০২৪
  • দেশ জুড়ে সাম্প্রদায়িক রাজনীতি ও অর্থনৈতিক লুটের নীতির বিরুদ্ধে বাম আন্দোলনকে শক্তিশালী করা দরকার। এই সময়ে প্রয়োজন চিত্ত বসুর নেতা। প্রয়াত নেতার জন্মশতবর্ষের সূচনায় এ ভাবেই তাঁকে স্মরণ করলেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব।

    দলের রাজ্য দফতর হেমন্ত বসু ভবনে বুধবার ফ ব-র নেতা ও প্রাক্তন সাংসদ চিত্তবাবুর মূর্তিতে মালা দিয়ে তাঁর স্মৃতিচারণে বক্তৃতা করেছেন দলের প্রাক্তন সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস, রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় প্রমুখ। শতবর্ষ পালনে বছরভর নানা কর্মসূচিও ঘোষণা করা হয়েছে ওই অনুষ্ঠানে।

  • Link to this news (আনন্দবাজার)